ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতার পর থেকেই চর্চায় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে। গত রোববারই সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল তাদের। কিন্তু বিয়ের দিন বাঁধে গণ্ডগোল। বিয়ের কয়েক ঘণ্টা আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে ভেসে আসে আরও এক দুঃসংবাদ। বাবার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্মৃতির হবু স্বামী পলাশও। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠানও।
এরই মাঝে ভাইরাল হয় একটি চ্যাট, যেখানে দেখা যায় একটি মেয়ের সঙ্গে ফ্লার্ট করছেন পলাশ। তাহলে কী কারণে স্থগিত হয়েছে বিয়ে? নানা প্রশ্ন সামনে আসতে থাকে। পুরো বিষয়টি নিয়েই একপ্রকার নীরব আছেন স্মৃতির পরিবার। তবে এর মধ্যেই পলাশের পরিবারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, হবু শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে ভেঙে পড়েছিলেন পলাশ। টানা ৪ ঘণ্টা এতটাই কান্নাকাটি করেছেন যে নিজেও অসুস্থ হয়ে পড়েন পলাশ। গায়কের মা জানিয়েছেন, মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্মৃতি মান্ধানার হবু স্বামী।
কদিন আগে ঘটা করে স্মৃতিকে বিয়ের আংটি পরিয়েছিলেন পলাশ।
রোববার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে সাংলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পলাশকেও। প্রাথমিকভাবে জানা যায়, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাকে।
পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পলাশ, এমনটাই শোনা যায়।
কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, সাংলি থেকে মুম্বাইতে সরিয়ে আনা হয় পলাশকে। গোরেগাঁওয়ের এসভিআর হাসপাতালে চিকিৎসা করানো হয় তার। পরপর কনসার্ট এবং বিয়ের ধকল সামলাতে না পেরেই পলাশ অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাও শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন পলাশের মা অমিতা। এক সর্বভারতীয় সংবাদপত্রে তিনি বলেছেন, হবু শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় ভেঙে পড়েছেন পলাশ। টানা চার ঘণ্টা ধরে কান্নাকাটি করেছেন।
এরই মধ্যে পলাশের বোন গায়িকা পলক মুচ্ছলও এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। সবাইকে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করেছেন। এটিই মুচ্ছল পরিবারের পক্ষ থেকে প্রথম সরাসরি বিবৃতি। পলক লেখেন, "স্মৃতির বাবার অসুস্থতার কারণে স্মৃতি ও পলাশের বিয়ে স্থগিত রাখা হয়েছে। আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, এই সংবেদনশীল সময়ে পরিবারগুলির ব্যক্তিগত পরিসরকে সম্মান জানান।"
এসএন