প্রমোশনের ব্যস্ততা সামলাতে সামলাতে হঠাৎই এক হৃদয়ছোঁয়া মুহূর্ত সৃষ্টি হয়ে যায় ধনুশ ও কীর্তি সুরেশের মধ্যে। নিজের সহ-অভিনেতার দীর্ঘ পথচলা দেখে মুগ্ধ হয়েই কীর্তি বলেছিলেন—ধানুশের জীবন যেন লিখে রাখার মতো এক গল্প। দক্ষিণ ভারত থেকে বলিউড, সেখান থেকে হলিউড—তার এই যাত্রা বই হয়ে বেরোলে অনুপ্রেরণা পাবেন অসংখ্য মানুষ।
কিন্তু ধনুশের উত্তর ছিল তাঁর মতোই বিনয়ী, সরল। তিনি নরম গলায় বলেছিলেন—
“নিজেদের নিয়ে বই লিখতে গেলে মনে হবে যেন জীবনে সবকিছু অর্জন করে ফেলেছি।”
এই একটি বাক্যই কীর্তিকে আবারও মনে করিয়ে দেয় কেন ধনুশ শুধু তারকা নন, মানুষ হিসেবেও এতটা প্রিয়। তার সাফল্যের ঝুলিতে যত অর্জনই জমুক, হৃদয়ে রয়ে গেছে সেই একই নম্রতা।
এদিকে ধনুশের নতুন ছবি তেরে ইশ্ক মেঁ মুক্তি পাচ্ছে এই শুক্রবার। একের পর এক চরিত্রে নিজেকে ভেঙে গড়ে তোলার মধ্যেই যেন চলছে তাঁর অন্তহীন সিনেমা-যাত্রা, আর সেই যাত্রাই প্রশংসিত হচ্ছে সহশিল্পীর চোখে—এক অনুপ্রেরণার গল্প হয়ে।