দুলকার সালমান যেন নিজের রাজ্যে ফিরে এলেন নতুন এক রূপে। বহু প্রতীক্ষার পর তাঁর নতুন মালয়ালাম ছবি ‘আই অ্যাম গেম ’ এর প্রথম ঝলক প্রকাশ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে মার আলোড়ন। পোস্টারে দুলকারকে দেখা গেল রক্তমাখা, হাতে বন্দুক, তীক্ষ্ণ দৃষ্টিতে যেন সামনে দাঁড়ানো বিপদকেও চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি। গায়ে গাঢ় ডোরা কাটা স্যুট, পেছনে আগুনের মতো লাল সোফা সব মিলিয়ে এক রহস্যময় অন্ধকার আভা।
ছবিটির পরিচালক নাহাস হিদায়েত। দীর্ঘ বিরতির পর কিং অব কোঠা র পর আবার মাতৃভাষার ছবিতে ফিরছেন দুলকার। পোস্টারটি শেয়ার করে লিখেছেন মাত্র একটি শব্দ “ঘরে ফেরা”। আর এই এক লাইনই যেন আগুন ধরিয়ে দিল ভক্তদের মনে। কমেন্টে ভেসে আসছে “রাজা ফিরে এসেছে”, “আবার রাজত্ব শুরু হবে”, “দারুণ লুক।”
ছবিটির আবহেই যেন উত্তেজনার রং ফুটে উঠেছে। অন্ধকার, রহস্য আর অ্যাকশনের মিশেলে এটি হয়ে উঠছে আগামী বছরের সবচেয়ে প্রতীক্ষিত মালয়ালম ছবিগুলোর একটি। দুলকারের এই নতুন চেহারা যেন জানান দিচ্ছে অপেক্ষার মূল্য এবার বুঝিয়ে দেবেন তিনি, ফিরবেন নিজের শক্ত জায়গায়, আর দর্শকেরা পাবেন এক টানটান উত্তেজনায় ভরা যাত্রা।