জুনিয়র এনটিআরের নতুন ছবি ড্রাগন ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। পরিচালকের আসনে বসছেন প্রশান্ত নীল, আর ছবির উত্তেজনা বাড়িয়েছে মালয়ালাম তারকা টোভিনো থমাসের রহস্যময় মন্তব্য। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) টোভিনো বলেন, “এ মুহূর্তে আমি এ বিষয়ে কথা বলার অবস্থায় নেই।” এই এক লাইনই ভক্তদের কল্পনাকে আরও উসকে দিয়েছে তিনি কি ড্রাগন এর দলে যোগ দেবেন?
টেলুগু দর্শকদের কাছে টোভিনো ইতিমধ্যেই পরিচিত মিন্নাল মুরালি, ২০১৮ এবং এ.আর.এম এর মাধ্যমে। তাই তার যোগদান ছবির মাপসই অ্যাকশন এবং ভক্ত আকর্ষণ বাড়াবে বলেই মনে করছেন অনেকেই। গুঞ্জন আছে যে অ্যানিল কাপুরও ছবিতে থাকছেন, যদিও অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি। জুনিয়র এনটিআরকে নিয়ে শীর্ষ ভূমিকায়, এবং রুকমিনি ভাসান্থ নায়িকা হিসেবে, ড্রাগন হয়ে উঠছে ভারতের অন্যতম প্রতীক্ষিত ছবি।
নির্দেশক প্রশান্ত নীলের নৈপুণ্য, জোরালো কাস্টিং এবং রহস্যময় প্রতিশ্রুতির সমন্বয়ে ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়েছে। টোভিনোর একটিমাত্র মন্তব্যেই ভক্তদের উন্মাদনা আরও তুঙ্গে উঠেছে, আর ছবির অফিসিয়াল ঘোষণা অপেক্ষায় সবাই অধীর আগ্রহে রয়েছেন।
আরপি/টিকে