২০২৫ সালের চূড়ান্ত বাণিজ্যসফল ছবির অন্যতম ‘কান্তারা: চ্যাপ্টার ১’। ১২৫ কোটি টাকা বাজেটের ‘কান্তারা’ এদেশে ব্যবসা করেছিল ৯০০ কোটি টাকারও বেশি। সেই ছবির পরিচালক ও অন্যতম অভিনেতা ছিলেন ঋষভ শেঠি। যাঁর অভিনয়ের প্রশংসা করেও বিতর্কে জড়ালেন বলিউড তারকা রণবীর সিং। গোয়ায় অনুষ্ঠিত আইএফএফআইয়ের মঞ্চে তিনি এমন মন্তব্য করেছেন যা বিতর্ক উসকে দিয়েছে। ছবিতে দেখানো এক দেবীকে ‘মহিলা ভূত’ বলে ব্যাঙ্গ করায় অভিযোগ উঠেছে কর্নাটকের তুলু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন অভিনেতা।
ঠিক কী বলেছিলেন রণবীর সিং? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি এই ছবিটি থিয়েটারে দেখেছি। আপনার অভিনয় দুর্দান্ত হয়েছে ঋষভ! বিশেষ করে যখন নারী ভূত আপনার উপরে ভর করেছিল!” এরপর তিনি সেই দৃশ্যটি অনুকরণ করে দেখান যেখানে চামুণ্ডা মাতা ঋষভের চরিত্রটির ভিতরে প্রবেশ করে। রণবীর যেভাবে চোখ ঘুরিয়ে জিভ বের করে দৃশ্যটি পরিবেশন করেন তা দেখে ঋষভ শেঠি-সহ সকলেই হেসে ওঠেন। এদিকে রণবীরকে বলতে শোনা যায়, ”আমাকে কি কেউ কান্তারা ৩-তে দেখতে চাও? তাহলে জানাও।” তবে এরপরই ঘনায় বিতর্ক। উল্লেখ্য, ‘কান্তারা’ ছবিটি তুলু সম্প্রদায় পূজিত দেবদেবীদের গল্প।
রণবীরের ভিডিওটি প্রকাশিত হতেই নেটিজেনরা অসন্তোষ প্রকাশ করছেন। অনেকে বলছেন, দেবতা এবং ভূতের মধ্যে পার্থক্য জানেন না রণবীর! আবার কেউ কেউ অভিনেতার সমালোচনা করে এমন মন্তব্য ‘ঈশ্বরের অবমাননা’ বলেও অভিহিত করেছেন। একজন লিখেছেন, “কী যে দেখেছেন সিনেমাটা! একজন দেবীকে নারী-ভূত বলছেন!”
প্রসঙ্গত, রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ৫ ডিসেম্বর মুক্তি পাবে। ছবিটিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অক্ষয় খান্নার মতো তারকারা। ছবিটির মুক্তির তারিখ যত ঘনিয়ে আসছে, তত বেশি সেটা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। সারা অর্জুন তাঁর চেয়ে ২০ বছরের বড় রণবীরের সঙ্গে রোমান্স করে আলোচনায় রয়েছেন। আবার ছবির অত্যধিক ভায়োলেন্স নিয়েও উঠছে প্রশ্ন। এবার রণবীর বিতর্কে জড়ালেন গোয়ার মঞ্চে।
আরপি/টিকে