বরগুনা জেলা বিএনপির সব স্তরের কমিটি—উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড—বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। এতে মোট ৪৬৬টি কমিটি বিলুপ্ত হলো। গত ১ ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা।
তিনি বলেন, আগের কমিটির আহ্বায়ক জেলার সব পর্যায়ের কমিটি দিয়েছিলেন। তখন এই কমিটি নিয়ে বিতর্ক ছিল। নির্বাচনের পরে সব কমিটি গঠন করা হবে। এখন শুধু ওয়ার্ড পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।
জেলা বিএনপির দলীয় সূত্র জানায়, বরগুনায় রয়েছে ছয়টি উপজেলা, চারটি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন। এর মধ্যে ৪২ ইউনিয়নের ৪২টি কমিটি, প্রতিটি ইউনিয়নের নয়টি করে মোট ৩৭৮টি ওয়ার্ড কমিটি, ছয়টি উপজেলা কমিটি, চারটি পৌর কমিটি এবং পৌরসভাগুলোর মোট ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা সব কমিটি মিলিয়ে মোট ৪৬৬টি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
২০২২ সালে মাহবুব আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক ও প্রয়াত তারিকুজ্জামানকে সদস্যসচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তখন ওই কমিটির বিরুদ্ধে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে আর্থিক লেনদেন, অসাংগঠনিক ও অরাজনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই বছর আগে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। পরে গত ২০ সেপ্টেম্বর বরগুনা জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।