মুজিববাদ ও মওদুদীবাদের বিরুদ্ধে বিএনপি-এনসিপির ঐক্য চান পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেছেন, শেখ মুজিবুর রহমান ও আবুল আ‘লা মওদুদীর মতাদর্শের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে বিএনপি ও এনসিপিকে ‘দায়িত্বশীল ঐক্য’ গঠন করা উচিত। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী মনে করেন, মুজিববাদ ও মওদূদীবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রামের জন্য এবং একটি নতুন, ন্যায়ভিত্তিক, আধুনিক রাষ্ট্র গঠনের দায়ভার থেকে এনসিপি ও বিএনপির ঐক্য গড়ে তোলা প্রয়োজন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আমরা বহুদিন ধরে ব্যক্তি ও দলের সংকট হিসেবে দেখে ভুল করেছি। এই সংকট বেগম জিয়া বা তারেক জিয়ার নয়, এটি এক গভীরতর রাষ্ট্রগত সংকট, যা ব্যক্তি-নির্ভর ব্যাখ্যার ঊর্ধ্বে। পরিবারতন্ত্রের যে দুর্বলতা দীর্ঘদিন বিএনপিকে জর্জরিত করেছে, সেই জায়গায় সংস্কারের পথ আমরা ইতোমধ্যে স্পষ্ট করেছি। ফলে বিএনপি যখন জনগণের কাছে তার ঐতিহাসিক আবেদন হারিয়েছে, তখন তারা অবলম্বন খুঁজেছে প্রতিষ্ঠানের ছায়ায়। তবুও আশা থাকে, নতুন প্রজন্ম যদি সত্যিই জেগে ওঠে, তারা পরিবারতন্ত্রের গণ্ডি ভেঙে আবারো জনপদের রাজনীতিতে ফিরতে পারে। ভারতের কংগ্রেসও আজ একই পথ খুঁজছে, পরিবারতন্ত্রের শেকল ভেঙে পুনর্গঠিত হওয়ার পথ।

নাসীরুদ্দীন মনে করেন, বাংলাদেশের প্রকৃত সংকট কোনো দল নয়, বরং দুই ধারার আধিপত্যবাদ- মুজিববাদ ও মওদূদীবাদ। তিনি বলেন, গত পাঁচ দশক ধরে ভারত–পাকিস্তানের রাজনৈতিক প্রক্সি যুদ্ধের এক দীর্ঘ ক্ষেত্র ছিল বাংলাদেশ। যার নিয়ন্ত্রণে ছিল কখনো মুজিববাদ, কখনো মওদূদীবাদ। এই দ্বৈত আধিপত্যের ফলে আমাদের রাষ্ট্র, সংস্কৃতি, অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো ক্রমশ ভেঙে পড়েছে।

শিবিরের বিরুদ্ধে অভিযোগ করে এনসিপির শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর আমাদের লক্ষ্য ছিল এই প্রক্সি রাজনীতির দাসত্ব থেকে বের হয়ে সাম্য, মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ। কিন্তু দুঃখজনকভাবে শিবির তার কিছু কল্যাণমূলক কাজের আড়ালে ছাত্রসমাজকে জামায়াতের হাতে তুলে দিল, কিছু পদ-পদবি ও আর্থিক সুবিধার বিনিময়ে। ফলে দেশ আবারও পুরনো প্রক্সি রাজনীতির ঘূর্ণিপাকে ঠেলে দেওয়া হলো।

বিএনপির সঙ্গে ঐক্যের কারণ ব্যাখ্যা করে নাসীরুদ্দীন বলেন, আজ দেশপ্রেমিক শক্তির সামনে একসঙ্গে দুটি যুদ্ধ। প্রথমত, মুজিববাদ ও মওদূদীবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম। দ্বিতীয়ত, একটি নতুন, ন্যায়ভিত্তিক, আধুনিক রাষ্ট্র গঠনের দায়ভার। এই দুই যুদ্ধ একা কোনো দল লড়তে পারবে না। বিএনপি ও এনসিপি—গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার দুই শক্তির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন। তবে এ ঐক্যের শর্ত রয়েছে। বিএনপিকে তার পুরনো সীমাবদ্ধতা ও পরিবারতন্ত্রের ছায়া থেকে বের হতে হবে। বাংলাদেশ বিনির্মানে সংস্কারের পথে হাঁটতে হবে। আর যারা ভারতের প্রভাব-রাজনীতির দিকে ঝুঁকে আছে, তাদেরও বাংলাদেশী জাতীয়তাবাদের মূলধারায় ফিরে আসতে হবে।

এনসিপি অবস্থান তুলে ধরে নাসীরুদ্দীন বলেন, আমাদের চারটি প্রশ্নে আপস নেই— বাংলাদেশের পুনর্গঠন, সার্বভৌম মর্যাদা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, নাগরিক অধিকার, স্বাধীনতা ও সম্মান।

নাসীরুদ্দীন জানান, ঐক্য আসুক বা না-আসুক, এনসিপি জনগণের সঙ্গে নিয়ে এই আদর্শিক লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশের পথ আটকে আছে দুই ফ্যাসিবাদী প্রক্সির হাতে, মুজিববাদ ও মওদূদীবাদের আধিপত্যে। এই প্রক্সির শাসন কাঠামো ভেঙে আমরা যদি একটি ন্যায়ভিত্তিক, সৎ, জাতীয় রাষ্ট্র গড়তে চাই, তবে প্রতিটি নাগরিককে এই ঐতিহাসিক পুনর্গঠনের কাজে শামিল হতে হবে। এ লড়াই কেবল নির্বাচন বা ক্ষমতার লড়াই নয়, এটি বাংলাদেশের আত্মাকে পুনরুদ্ধারের সংগ্রাম। বাংলাদেশকে বাঁচাতে হলে প্রথমেই বাঁচাতে হবে তার রাজনীতিকে—প্রক্সির ছায়া থেকে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

শবনম বুবলি ও আদরের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন হানিফ পালোয়ান Jan 19, 2026
আয়োজকদের চোখে এবারের ফিল্ম ফেস্টিভ্যাল Jan 19, 2026
img
প্রেমিকের বাহুতে কৃতী, ফের বিয়ের গুঞ্জন তুঙ্গে! Jan 19, 2026
img
কামিন্সকে নিয়ে বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া Jan 19, 2026
img
বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তি Jan 19, 2026
img
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন কানাডার হাইকমিশনার Jan 19, 2026
img
শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন, ‘জনপ্রিয় হয়ে গেছি’ Jan 19, 2026
img
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান উপদেষ্টা ফারুক-ই-আজমের Jan 19, 2026
img
আর্থিক খাতের ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ছাড়ালো ২৯ হাজার কোটি টাকা Jan 19, 2026
img
গণভোট ও নির্বাচন সফল করতে মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: উপদেষ্টা ফাওজুল কবির Jan 19, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা Jan 19, 2026
img
শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন হুম্মাম কাদের চৌধুরী Jan 19, 2026
img
দেশকে সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন জিয়াউর রহমান : মির্জা ফখরুল Jan 19, 2026
img
চট্টগ্রামে বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার মাদকসহ আটক ২ Jan 19, 2026
img
তোপের মুখে গম্ভীর, হারাতে পারেন চাকরী Jan 19, 2026
img
ঝিনাইদহের নবগঙ্গা নদীতে শুরু পরিচ্ছন্নতা অভিযান Jan 19, 2026
img
‘ঢাকাকে আর অবহেলায় মরতে দেওয়া যায় না’ Jan 19, 2026
img
অবসরের পরিকল্পনা প্রকাশ করলেন সাদিও মানে, আপত্তি কোচের Jan 19, 2026
img
ইসির ওপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল Jan 19, 2026
img
আগামী প্রজন্মের স্বার্থে ধানের শীষে ভোট দিন : সেলিমুজ্জামান Jan 19, 2026