জীবন কখনোই সরল রেখায় চলে না এই চিরসত্যকেই আবারও স্মরণ করিয়ে দিলেন বিশ্বজোড়া সম্মানিত শিল্পপতি রতন টাটা। অনুপ্রেরণাদায়ী এক বার্তায় তিনি বলেন, জীবনে ওঠা পড়া থাকা খুবই জরুরি, কারণ ইসিজি রিপোর্টেও সোজা লাইন মানে মৃত্যু; কেবল উত্থান পতনের মাঝেই সেখানে জীবনের স্পন্দন ধরা পড়ে।
টাটার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা জীবনের ব্যর্থতা ও সাফল্যের দ্বন্দ্বে প্রায়ই দিশেহারা হয়ে পড়ে, তাদের জন্য এই বার্তা হয়ে উঠেছে নতুন উদ্যমের উৎস।
তিনি আরও বলেন, ব্যর্থতা কখনোই পথের শেষ নয়; বরং নতুন করে উঠে দাঁড়ানোর শক্তিই একজন মানুষকে গড়ে তোলে। এই দর্শনই নাকি তার দীর্ঘ উদ্যোক্তা-জীবনে সবচেয়ে বড় প্রেরণা ছিল।
বাংলাদেশের ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের মাঝেও টাটার এই কথার নানা দৃষ্টান্ত মিলেছে। কেউ বলছেন, এই বার্তা তাদের সহনশীলতা শিখিয়েছে; কেউ মনে করছেন, জীবনের ‘গ্রাফ’ ওঠানামা করলেই বোঝা যায়, মানুষ এখনও লড়াই করে যাচ্ছে।
জীবনের বাস্তবতা ও মানসিক শক্তির উপর রতন টাটার এই দৃষ্টিভঙ্গি আবারও প্রমাণ করল সাফল্য শুধু অর্জনের নয়, প্রক্রিয়ারও নাম। ওঠা-পড়া থাকলেই জীবন জীবন্ত, আর সেই পথেই মানুষের এগিয়ে চলার গল্প লেখা হয়।
এসএস/টিএ