অস্ট্রেলিয়ার মাটিতে রুটের প্রথম সেঞ্চুরি, স্টার্কের ৬ উইকেট

‘আমি এর (অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি) জন্য প্রস্তুত।’ অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে গত অক্টোবরে স্কাই স্পোর্টসকে আত্মবিশ্বাসের কথা বলেছিলেন জো রুট। ব্রিসবেন টেস্টের আগে অস্ট্রেলিয়ার মাটিতে ১৪ টেস্টের ২৯ ইনিংসে প্রায় নয়শ রান করলেও সেঞ্চুরি ছিল না ইংলিশ ব্যাটারের। পার্থে প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮ রান। পুরনো ভূত তখনো তাড়া করে বেড়াচ্ছিল তাকে।

তবে ব্রিসবেনে এসে দৃশ্যপট বদলে দিলেন রুট। নব্বইয়ের ঘরে পৌঁছানোর পর খানিকটা নার্ভাস হয়ে পড়লেও শেষ পর্যন্ত ভড়কে যাননি তিনি।স্কট বোল্যান্ডের গুড লেংথ ডেলিভারিতে ফাইন লেগ দিয়ে চার মেরে ব্যাট উঁচিয়ে ধরলেন রুট। অস্ট্রেলিয়ার মাটিতে ডানহাতি ব্যাটারের প্রথম সেঞ্চুরির উদযাপনে কমতি রাখলেন না ব্রিসবেনের সমর্থকরা।

অস্ট্রেলিয়াতে প্রথম সেঞ্চুরি করে খরা কাটালেও প্রথম দিনের একক নায়ক বনে যেতে পারেননি রুট। লাইন, লেংথ আর গতির ঝলকে ইংলিশ ব্যাটারদের রীতিমতো ভড়কে দিয়েছেন মিচেল স্টার্ক। গোলাপি বলের রাজা বনে যাওয়া বাঁহাতি পেসার ফিরিয়েছেন বেন ডাকেট, ওলি পোপ, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ব্রাইডন কার্স এবং গাস আটকিনসনকে। স্টার্কের ৬ উইকেট পাওয়ার দিনে রুটের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩২৫ রান করেছে ইংল্যান্ড।

ব্রিসবেনে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটা হয়েছে নড়বড়ে। ইনিংসের প্রথম ওভারে উইকেট নেয়াকে রীতিমতো ‘প্রথা’ বানিয়ে ফেলেছেন স্টার্ক। পার্থে দুই ইনিংসেই জ্যাক ক্রলিকে আউট করা বাঁহাতি পেসার ব্রিসবেনের প্রথম ইনিংসে নিয়েছেন ডাকেটের উইকেট। টেস্ট ক্যারিয়ারে ২৬তম বার প্রথম ওভারেই উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নিয়েছেন পোপের উইকেটও। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ইন সাইড এজে বোল্ড হয়েছেন তিনি।



৫ রানে ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন রুট ও ক্রলি। দিনের প্রথম সেশনের বাকিটা সময়টা বেশ ভালোভাবেই কাটিয়ে দিয়েছেন তারা দুজন। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে দুর্দান্ত ব্যাটিংয়ে ৬৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ক্রলি। ৯৮ রান নিয়ে লাঞ্চে যান ইংলিশরা। তবে লাঞ্চ থেকে ফিরে উইকেট হারায় সফরকারীরা। মাইকেল নেসারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়েছেন ৯৩ বলে ৭৬ রানের ইনিংস খেলা ক্রলি।

ডানহাতি ওপেনার ফিরলেও হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে এগোতে থাকেন রুট। ৮৩ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরিও। ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ব্রুক। স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন ৩১ রান করা এই ব্যাটার। ব্রুককে ফিরিয়ে ওয়াসিম আকরামকে (৪১৪ উইকেট) ছাঁড়িয়ে যান তিনি। সাদা পোশাকের ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন স্টার্ক। দলের রান দুইশ পেরিয়ে যাওয়ার পর আউট হয়েছেন বেন স্টোকসও।

ব্রেন্ডান ডগেটের বলে মিড অফে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে চেয়েছিলেন ইংলিশ অধিনায়ক। স্টোকসের ডাকে সাড়া দেননি রুট। কভার থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙেন জশ ইংলিস। রান আউট হয়ে ফিরতে হয় ১৯ রান করা বাঁহাতি ব্যাটারকে। একটু পর ডাক মেরেছেন জেমি স্মিথ। ব্যাটিংয়ে নেমে দ্রুত রান বাড়ানোর চেষ্টা করলেও ১৯ রানের বেশি করতে পারেননি জ্যাকস। দ্রুত ফিরে গেছেন অ্যাটকিনসনও। একই ওভারে কার্সের উইকেটও নিয়েছেন স্টার্ক।

যদিও তাদের দুজনের ফেরার আগেই ১৮১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট। মারিউস লেয়ান্দের পর দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে গ্যাবার প্রথম দিনে সেঞ্চুরি করেছেন তিনি। ২৯ ইনিংসের আক্ষেপ কাটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে থাকেন রুট। পাশাপাশি আক্রমণাত্বক ব্যাটিং করে ২৬ বলে ৩২ রান করে অপরাজিত জফরা আর্চার। দিন শেষে রুট অপরাজিত আছেন ১৩৫ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৭১ রানে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ যুক্তরাষ্ট্রের Dec 05, 2025
img
৫ ডিসেম্বর: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Dec 05, 2025
img
পপকর্ন খেয়েও কি ডায়েট করা যায়? Dec 05, 2025
img
দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন Dec 05, 2025
img
ফের দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের হামলা Dec 05, 2025
img
গরম ডাল-ভাতের সঙ্গে লেবু চিপে খাওয়া কি স্বাস্থ্যকর? Dec 05, 2025
img
যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে প্রাণ হারাল ৪ Dec 05, 2025
img
বিলম্ব হতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় Dec 05, 2025
img
মধ্যরাতে এভারকেয়ারের সামনে উৎসুক জনতা ও বিএনপির নেতাকর্মীদের ভীড় Dec 05, 2025
img
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেল পাকিস্তানি নাগরিক Dec 05, 2025
প্রস্তুত বুলেটপ্রুফ জিপ, দেশে ফিরবেন তারেক রহমান Dec 05, 2025
img
অফিসের কাজে আগ্রহ পাচ্ছেন না? জেনে নিন কারণগুলো Dec 05, 2025
img
দেশ পুনর্গঠনে ৩০০ মিলিয়ন রুপি অনুদান দিল শ্রীলঙ্কা ক্রিকেট Dec 05, 2025
img
অস্ট্রেলিয়ার মাটিতে রুটের প্রথম সেঞ্চুরি, স্টার্কের ৬ উইকেট Dec 05, 2025
img
সিলেটের হয়ে বিপিএল মাতাবেন আজমতউল্লাহ ওমরজাই Dec 05, 2025
img
বিপিএল শুরুর আগেই সরে দাঁড়ালেন হাবিবুল বাশার Dec 05, 2025
গাজায় ইসরায়েলি যুদ্ধাপ/রাধের জোরালো প্রমাণ রয়েছে:জাতিসংঘ মহাসচিব Dec 05, 2025
img
চরিত্রের প্রয়োজনে সবই করতে প্রস্তুত অহনা দত্ত! Dec 05, 2025
ইউরোপ-রাশিয়ার উত্তেজনার মাঝেই ভারতে হাজির পুতিন, নেপথ্যে কী? Dec 05, 2025
ঢাকায় আসছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা Dec 05, 2025