তাসনিয়া ফারিণ গানের অনুপ্রেরণা টেলর সুইফট

নতুন গান, নতুন পরিচয়, বড় পর্দায় নতুন স্বপ্ন—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের খবর কিছুদিন ধরে কম থাকলেও গানে ফিরেছেন তিনি নিজের মতো করে। সম্প্রতি প্রকাশিত ‘মন গলবে না’ গানটি তারই প্রমাণ।

ফারিণ বললেন, আশি–নব্বই দশকের অনুভূতি আর বর্তমান সময়কে মিলিয়ে তিনি গানটিতে ফিউশন করেছেন। আছে গল্প, শিল্প আর বাণিজ্যিক উপাদানের মিশ্রণ। তিনি বলেন, ‘আমাদের তো অনেক বাজেট সীমাবদ্ধতা। তারপরও চেয়েছি গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে কিছু করতে।’



কবির বকুলের কথায়, ইমরান মাহমুদুলের সুর–সংগীতে তৈরি গানটি প্রকাশের পর ভালো সাড়া মিলছে।

গত বছর সংগীতশিল্পী হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ফারিণ। ‘ইত্যাদি’তে প্রচারিত ‘রঙে রঙে রঙিন হব’ তার প্রথম গান। সেটির সাফল্যই তাকে আরও সাহসী করেছে। এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান চালুর কাজও শুরু করেছেন তিনি। নতুন গান দিয়েই সেই প্রতিষ্ঠানের যাত্রা। নাটক বা সিনেমা প্রযোজনা—এখনো নিশ্চিত নন, তবে নিয়মিত কাজের পরিকল্পনা আছে।
গানেই বড় অনুপ্রেরণা টেলর সুইফট

ফারিণ বললেন, ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল গায়িকা হওয়া। স্কটল্যান্ডে টেলর সুইফটের কনসার্ট দেখার পর সেই স্বপ্ন ফের জেগে ওঠে। ‘তিনি মিউজিকে একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। তাকে দেখে বুঝেছি, শিল্পী হিসেবে কতটা শক্তিশালী হওয়া যায়,’—বললেন ফারিণ। নতুন গান তৈরির সময় তাই পপ গায়িকা হিসেবে নিজেকে নতুনভাবে সাজাতে চেয়েছেন তিনি। ‘কপি করিনি, তবে বাণিজ্যিক দিক থেকে কিছু অনুপ্রেরণা অনেকে খুঁজে নিতে পারেন।’

মেরিল–প্রথম আলো মঞ্চে দাঁড়িয়ে শাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ফারিণ। কয়েক মাসের মধ্যেই সেই ইচ্ছা বাস্তব। তাঁর পরবর্তী সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’তে তিন নায়িকার একজন হচ্ছেন ফারিণ। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাননি তিনি। শুধু জানিয়েছেন, ডিসেম্বরেই শুটিং শুরু হবে।
টেলিভিশনের অভিনেত্রী হিসেবে দীর্ঘ যাত্রার পর ফারিণ প্রথম বড় পর্দায় আসেন ‘ফাতিমা’ দিয়ে। এরপর কলকাতার অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ এবং বাংলাদেশে ‘ইনসাফ’ ছবিতে অভিনয় করেন। বললেন, ‘ইনসাফ’–এ যা শিখেছি, সবকিছু কাজে লাগবে। নাচে আরও মনোযোগ দিতে হবে।’

সময়ের কাছাকাছি অভিনয়জীবন শুরু হলেও সাবিলা আর ফারিণকে একসঙ্গে এখনো কোনো সিনেমায় পাওয়া যায়নি। তবে দর্শকদের আগ্রহ রয়েছে। এ বিষয়ে ফারিণ বললেন, ‘কোনো পরিচালক চাইলে অবশ্যই করব। তিনি খুব ভালো অভিনেত্রী।’ এখন অপেক্ষা—কার হাত ধরে দুজনকে এক ফ্রেমে পাওয়া যাবে।

কলকাতার নতুন সিনেমা নিয়ে যদিও কথা হচ্ছে, কিন্তু ফারিণ আপাতত চুপ। শুটিং শুরু না হলে কিছু বলবেন না—এমনটাই জানালেন।

এদিকে নাটকে তার সর্বশেষ কাজ ‘প্রিয় প্রজাপতি’। ওটিটির বেশ কিছু প্রস্তাবও রয়েছে। তবে আপাতত ‘প্রিন্স’ নিয়েই ভাবছেন তিনি। তার ভাষায়, ‘ভালো পরিচালক, ভালো গল্প হলে নাটকেও কাজ করব। কিন্তু এখন সিনেমার প্রস্তুতিই সবার আগে।’

গান, অভিনয়, প্রযোজনা—সব মিলিয়ে ফারিণের সামনে নতুন এক পথ খুলে যাচ্ছে। তিনি শুধু বলছেন, এখনই সময় নিজেকে নতুনভাবে চিনিয়ে দেওয়ার।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
কেমন আছেন আরিফিন শুভ? Dec 05, 2025
img
শাজাহান খানের মেয়ের নামে দুদকের মামলা Dec 05, 2025
img
আবেগঘন থ্রিলারে দেখা যাবে রবি তেজাকে Dec 05, 2025
img
সামান্তা-রাজের বিবাহে বেকহ্যামের অভিনন্দন Dec 05, 2025
img
অরিজিৎ সিং-এর কণ্ঠে ‘সিতারে’ Dec 05, 2025
img
থুদারুমের হিন্দি রিমেকে আগ্রহী আমির-অজয় Dec 05, 2025
img
ফের বড় পর্দায় কমেডি জগতের প্রিয় মুখ কপিল শর্মা Dec 05, 2025
img
গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র Dec 05, 2025
img
আজ প্রতিদ্বন্দ্বীহীন বাজারে আসছে টিম ‘ধুরন্ধর’ Dec 05, 2025
img
বিএনপি ক্ষমতায় এলে শতগুণ বেশি উন্নয়ন হবে : সালাহউদ্দিন Dec 05, 2025
img
প্রভাসকে প্রথম দেখার অনুভূতি শেয়ার করলেন চৈত্রা Dec 05, 2025
img
ভারী অস্ত্র উদ্ধারে সরকারের কোনও ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 05, 2025
img
ধর্মেন্দ্রের অস্থি বিসর্জনে সানি ও ববির অনুপস্থিতি, কারণ জানালেন পুরোহিত Dec 05, 2025
img
মুমিনুল গেলেন অস্ট্রেলিয়ায়, মোস্তাফিজের গন্তব্য আমিরাত Dec 05, 2025
img
নতুন উদ্যমে বড় পর্দায় ফিরছেন আলোচিত ৩ তারকা Dec 05, 2025
img
ভবিষ্যৎ বাদ দিয়ে অতীত নিয়ে টানাটানি কেন, প্রশ্ন গালিবের Dec 05, 2025
img
নতুন বাংলোয় গৃহপ্রবেশের স্মৃতি প্রকাশ করলেন আলিয়া Dec 05, 2025
img
খাদ্যের অভাবে ৬০ হাজার আফ্রিকান পেঙ্গুইনের মৃত্যু Dec 05, 2025
img
নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা রিজওয়ানা Dec 05, 2025
img
মণীশ মালহোত্রার জন্মদিনে সৌরসেনী শেয়ার করলেন আনন্দময় স্মৃতি Dec 05, 2025