অভিনেতা রাজা গোস্বামী মানুষের সম্পর্কের ক্রমশ দূরত্ব বাড়াকে সমাজের পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, মানুষ যত উপরে উঠছে, বাড়ির তলা যেমন বাড়ছে, ততই সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, ভিত নড়বড়ে হলে ভাঙন অবশ্যম্ভাবী। আধুনিক জীবনের এই দূরত্ব বাড়ার প্রবণতা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন রাজা।
এবি/টিকে