দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিশোর তাসফিনের হাত অপারেশনের মাধ্যমে পুনঃসংযোজনকে বিরল সাফল্য বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। গতকাল শনিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাসফিন ফেরদৌসকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আজকের এই ইনস্টিটিউট পরিদর্শনের উদ্দেশ্য একটি ব্যতিক্রমধর্মী চিকিৎসা সাফল্য প্রত্যক্ষ করা। একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত সফলভাবে জোড়া লাগানো, যা সাধারণত অত্যন্ত কঠিন এবং বিরল ঘটনা।
তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকরা যদি যথাযথ পৃষ্ঠপোষকতা পান, তবে প্রতিবছর হাজার হাজার মানুষকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। মেধা, মনন ও দক্ষতায় বাংলাদেশের চিকিৎসকরা অসাধারণ। আজ সেই সক্ষমতার বাস্তব প্রমাণ আমরা এখানে দেখলাম।’
অপারেশন পরিচালনাকারী চিকিৎসকদলকে বিশেষ অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, ‘ডা. শরীফের নেতৃত্বে পুরো টিম যে নিষ্ঠা, শ্রম ও দক্ষতা দেখিয়েছে, এটি আমাদের জাতির অর্জন।
তাদের সম্মিলিত প্রচেষ্টায় তাসফিন আজ সুস্থতার পথে আছে। এখন সে হাত নাড়াতে পারছে, আঙুল নাড়াতে পারছে, এটি সত্যিই বিস্ময়কর একটি অর্জন।’
গত ৯ নভেম্বর গাজীপুরের টঙ্গীতে খেলা শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তের অস্ত্রের কোপে দুই হাত বিচ্ছিন্ন হয় তাসফিনের।
টিজে/টিকে