দুই ভিন্ন জগত, দুই ভিন্ন চরিত্র, কিন্তু একই স্রোতে যেন উজ্জ্বল হয়ে উঠছেন সায়নী গুপ্তা। বছর জুড়ে যে অভিনয়প্রতিভা নিয়ে তিনি আলোচনায়, তা কেবল প্রশংসাই নয়, বরং দর্শকের চোখে তাঁকে পরিণত করেছে ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী অভিনেত্রীদের একজন হিসেবে।
সম্প্রতি মুক্তি পাওয়া দিল্লি ক্রাইমের তৃতীয় কিস্তিতে কুসুম চরিত্রে সায়নী যে তীব্র আর্তনাদ, মানবিক বেদনা আর বাস্তবতার ছায়া ফুটিয়ে তুলেছেন, তা দর্শককে নাড়িয়ে দিয়েছে গভীরভাবে। কুসুম যেন শহরের নীরব যন্ত্রণার প্রতিচ্ছবি, এমন এক চরিত্র যা অভিনেত্রী হিসেবে তাঁর বহুমাত্রিকতা আরও স্পষ্ট করে দিয়েছে।
এই আলোচনার মধ্যেই নতুন ঘোষণা, আসছে তিনি দমিনী রায় হয়ে। জনপ্রিয় ধারাবাহিকের চতুর্থ মৌসুমে দমিনী ফিরছেন তাঁর সেই চেনা আগুন নিয়ে। সামাজিক চাপ, পেশাগত লড়াই, বন্ধুত্বের ভরসা আর ব্যক্তিগত আঘাত, সব মিলিয়ে দমিনীর চরিত্রটি আজ অনেক নারীর সাহসী প্রতিচ্ছবি। প্রথম মৌসুম থেকেই সাংবাদিক দমিনীর যাত্রা বদলে গেছে, প্রসারিত হয়েছে, গভীর হয়েছে। কখনও কঠোর, কখনও ভঙ্গুর—সায়নী সেই দ্বৈততার ভেতর সত্যিকারের নারী-স্বরটিকে তুলে ধরেছেন অত্যন্ত স্বাভাবিকভাবে।
নতুন মৌসুমে দমিনীর জীবনে যোগ হচ্ছে আরও কিছু আবেগ, আরও কিছু উত্তাল মুহূর্ত। দর্শক আবারও দেখবে তাঁকে একরোখা সংগ্রামী নারীর বেশে, যিনি নিজের সত্যকে আড়াল করেন না, পিছিয়ে যান না, মানিয়ে নেওয়ার ভানও করেন না।
একদিকে দিল্লি ক্রাইমে বাস্তবতার ঘন অন্ধকার, অন্যদিকে নতুন মৌসুমে দমিনীর রঙিন, বিশৃঙ্খল, অথচ গভীরভাবে মানবিক পৃথিবী, সায়নী এই দুই প্রান্তকে একই বছরে যে মসৃণভাবে সামলে নিয়েছেন, তাতে স্পষ্ট—২০২৫ সত্যিই তাঁর বছর।
আইকে/এসএন