দেশের নিরাপত্তার উপর হুমকি কারণ দেখিয়ে গত ৪ জুন ১২টি দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার কবলে পড়েছেন ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে হতে চলা ম্যাচগুলোর দর্শকরা। বিপাকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।
বিশ্বকাপ টিকিটের আবেদন গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। ওয়েবসাইটে গিয়ে যেকেউ করতে পারছেন আবেদন। নিষেধাজ্ঞা তালিকায় থাকা ইরান ও হাইতির ফুটবলভক্তরা এ নিয়ে ভুগছেন অনিশ্চয়তায়। শেষপর্যন্ত টিকিট পাবেন কিনা এটাই এখন দুদেশের দর্শকদের শঙ্কা।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ হলেও গ্রুপপর্বে ইরান ও হাইতির সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও ইরান ও হাইতি ফুটবল দল যুক্তরাষ্ট্রে যেতে পারবে। নির্বাহী আদেশ দিয়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। এরমধ্যে ক্রীড়া দল আছে। খেলোয়াড় ছাড়াও কোচ, টিম স্টাফ এবং তাদের নিকটাত্মীয়রা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন।
নিষেধাজ্ঞায় থাকা অন্য দেশগুলো হচ্ছে সোমালিয়া, সুদান, আফগানিস্তান, মিয়ানমার, চাঁদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, ইয়েমেন, ইকুয়েটোরিয়াল গিনি।
ইরান ও হাইতির দর্শকদের বিষয়ে ফিফা এখন পর্যন্ত সুস্পষ্ট কোন অবস্থান জানায়নি। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রশ্ন পাঠিয়েছিল স্প্যানিশ দৈনিক ডায়ারিও এএস। জানতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন ও ফিফা ইরান-হাইতি থেকে দর্শকদের নিজ দেশের খেলা দেখার সুযোগ করে দিতে কোন ব্যবস্থা নেবে কিনা। ফিফা এখনও কোন জবাব দেয়নি।
আরপি/এসএন