কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন শুক্রবার লিওনেল মেসির দর্শনে উৎসবের চেহারা ধারণ করলেও শেষপর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলার। কারি কারি টাকা দিয়ে টিকিট কেটে ভোররাত থেকে দীর্ঘ লাইনেও মেসি দেখা থেকে বঞ্চিত হন অনুরাগীরা। এই ক্ষোভের আগুনে জনতা মাঠে আছড়ে পড়ে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
এমন উত্তপ্ত আবহের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সঙ্গে হাসিমুখে ছবি শেয়ার করেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু জনতার এই ক্ষোভের দিনে তার পোস্টই হয়ে ওঠে ট্রোলের কারণ। নেটপাড়ায় অভিযোগের ঝড় ওঠে ‘জনতার টাকায় ফুটেজ খাচ্ছেন’, ‘কেন এমন সময় ছবি শেয়ার করলেন?’ এমন নানা কটাক্ষ অভিনেত্রীর দিকে ছুঁড়ে দেওয়া হয়।
শুভশ্রী মেসিকে স্বাগত জানাতে নির্ধারিত সময়ে স্টেডিয়ামে পৌঁছান। মেসি ও সুয়ারেজের মধ্যমণি হাসিমুখে পোজ দেন, কিন্তু প্রায় ৫০ জনের ভিড় এবং আয়োজক-সহ অন্যান্যদের উপস্থিতিতে গ্যালারির দর্শকরা ঠিকভাবে দেখতে পাননি কিংবদন্তি ফুটবল তারকাকে। ক্ষুব্ধ জনতা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়, কেউ বোতল ছুঁড়ে, কেউ চেয়ার-ব্যারিকেড ভেঙে ক্ষোভ প্রকাশ করেন।
এই পরিস্থিতিতে শুভশ্রীর ছবি পোস্টে জনতা ক্ষুব্ধ হলেও অভিনেত্রীর সঙ্গে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বলেই মনে করা হচ্ছে। তবে মেসির দর্শনে ব্যর্থতার ক্ষোভের সঙ্গে তার ছবি মিলিত হয়ে নেটপাড়ায় রীতিমতো বিতর্ক তৈরি করেছে।
এমকে/টিএ