লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে শনিবার যুবভারতী স্টেডিয়ামে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এ ছাড়া, মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগ কমিটিতে রয়েছেন। রবিবার সকাল থেকে তাঁরা তৎপর।
ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করতে সকাল সকাল পৌঁছে গিয়েছেন যুবভারতীতে। এই ঘটনায় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশ। তাঁকে আদালতে হাজির করানো হবে রবিবারই।
সাংবাদিক বৈঠকে রাজ্যপাল
যুবভারতী পরিদর্শন করে সাংবাদিক বৈঠক করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনাস্থলে গিয়ে তিনি যা দেখেছেন, তা নিয়ে একটি রিপোর্ট প্রস্তুত করবেন এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে কী কী করা দরকার, রাজ্য সরকারকে তার পরামর্শ দেবেন।
জামিন খারিজ
মেসিকে কলকাতায় নিয়ে আসা সেই শতদ্রু দত্তের জামিনের আবেদন খারিজ করে দিল বিধাননগর মহকুমা আদালত। ১৪ দিনের জন্য তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যপাল যুবভারতীতে
যুবভারতীতে পৌঁছোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখছেন তিনি। এর আগে শনিবার সন্ধ্যায় এক বার যুবভারতীতে এসেছিলেন রাজ্যপাল। দরজা বন্ধ থাকায় তাঁকে ফিরে যেতে হয়।
আদালতে আনা হল শতদ্রুকে
বিধাননগর মহকুমা আদালতে নিয়ে আসা হল শতদ্রু দত্তকে। তাঁকে দেখে বাইরে থেকে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।
টিজে/টিকে