আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত সাক্ষাৎ বাতিল হয়েছে। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে আজ সোমবার নয়াদিল্লিতে মেসির ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল এবং এ জন্য ২১ মিনিটের একটি প্রোটোকলও প্রস্তুত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার দিনের বিদেশ সফরে জর্ডান, ইথিওপিয়া ও ওমান যাচ্ছেন। ভারত ছাড়ার আগে এক বিবৃতিতে মোদি বলেন, ‘আজ আমি জর্ডান, ইথিওপিয়াএবং ওমান এই তিন দেশে সফরে যাচ্ছি। এই দেশগুলোর সঙ্গে ভারতের রয়েছে প্রাচীন সভ্যতাগত সম্পর্কের পাশাপাশি বিস্তৃত সমসাময়িক দ্বিপাক্ষিক যোগাযোগ।’
তিন দিনের ভারত সফরে মেসির প্রথম গন্তব্য ছিল কলকাতা। সল্টলেক স্টেডিয়ামে তার উপস্থিতিকে ঘিরে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও পরবর্তী দুই শহর হায়দরাবাদ ও মুম্বাইয়েসফর নির্বিঘ্নেই সম্পন্ন হয়।
মেসির ভারত সফরের পর্দা নামবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে।
এসএস/টিকে