সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জে নিজ বাসভবনে ফজরের নামাজের আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাজি সেলিম সাহেব দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
বিশেষ করে টঙ্গী ইজতেমা মাঠে একটি বিশেষ জামাতের খেদমতে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাবলিগ অঙ্গনের মানুষ আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি আরও জানান, দেশে সাদপন্থিদের পক্ষ থেকে বিভ্রান্তি ও নানা ধরনের অশান্তি ছড়িয়ে পড়ার সময় এবং কাকরাইল মসজিদে সংঘটিত ন্যক্কারজনক হামলার ঘটনায় দ্বীনের পক্ষে দৃঢ় অবস্থান নিতে গিয়ে হাজি সেলিম গুরুতরভাবে আহত হন। এর পর থেকে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) জোহরের নামাজের পর তার জানাজার নামাজ মান্দাইল-জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
কেএন/টিকে