কুষ্টিয়ার মিরপুরে স্টেশন মাস্টার নিয়োগ, স্টেশন সংস্কার, আধুনিকায়নসহ সাত দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশনে রেললাইনের ওপর শুয়ে পড়ে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরে বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।
জানা গেছে, অবরোধের ফলে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস এবং রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে দেয় আন্দোলনকারীরা। ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম এসে সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও প্রথমে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। পরে বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।
মিরপুর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল করিম বলেন, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী এ স্টেশনটি রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে বন্ধের পথে। এখানে তিন বছর ধরে স্টেশন মাস্টার নেই। দীর্ঘদিন ধরে স্টেশনের সংস্কারও করা হয় না। আমরা এ বিষয়ে রেলওয়ের কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলেও কোনো লাভ হয়নি, তাই এ আন্দোলন।
তিনি আরও বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
কেএন/টিকে