ওসমান হাদির ওপর গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনের সামনে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
মিছিলটি ক্যাম্পাস থেকে দোয়েল চত্বর এলে প্রথম পুলিশের বাধার মুখে পড়ে তা উপেক্ষা করে সামনে অগ্রসর হলে হাইকোর্ট রোডের সামনে দ্বিতীয় দফায় পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনে অগ্রসর হয়। পরবর্তীকালে সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের সামনে পুলিশের তৃতীয় ব্যারিকেডে মিছিলটি থামে।
এ সময় ভিপি সাদিক কায়েম বলেন, যারা ওসমান হাদিকে হামলা করেছে, যারা পরিকল্পনায় ছিল-- সবাইকে গ্রেফতার করতে হবে। নিষিদ্ধ লীগের নেতাদের গ্রেফতার করতে হবে। সময় বেধে দেয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, এর মধ্যে পদক্ষেপ না নিলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
কেএন/টিকে