বিশ্বকাপ জেতা তো দূরের কথা কখন ফাইনালেই উঠতে পারেনি বাংলাদেশ। সবমিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা। তবে সব কিছুকে ছাপিয়ে সামনে বাংলাদেশ বিশ্বকাপ জিতুক এমনটাই চাওয়া শোয়েব আখতারের।
বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে চুক্তি সই করতে বাংলাদেশে এসে এমনটিই জানিয়েছেন শোয়েব।
ঢাকার এক হোটেলে সংবাদ সম্মেলনে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, ‘সত্যিই আশা করব, বিশ্বকাপে বাংলাদেশ অনেক দূর যেন যেতে পারে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশকে বড় শক্তি হয়ে উঠে। তাদেরকে দারুণ শক্তিশালী বিবেচনা করা হবে এবং অনেক দূর যাবে। কারণ, দলটি অনেক রোমাঞ্চকর এবং আমি চাই, বাংলাদেশ কোনোভাবে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাক এবং বিশ্বকাপ জিতুক।’
আগামী ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জাদু দেখতে চান শোয়েব। তার জন্য বাংলাদেশকে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে জানিয়ে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসার বলেছেন, ‘আমার মনে হয়, সামনের বিশ্বকাপে বাংলাদেশকে জাদু দেখাতে হবে। টি-টোয়েন্টি সংস্করণে এটি সেরা দলগুলোর একটি। তাদেরকে বিশ্বাস রাখতে হবে যে তারা অনেক দূর যেতে পারে ও ট্রফি জিততে পারে।
কোনোভাবে বিশ্বাসটা পেতে হবে।’
বাংলাদেশের আতিথেয়তা ও ভালোবাসায় মুগ্ধ হয়েছেন শোয়েব। তাই সুযোগ পেলেই ঢাকায় আসতে চান তিনি। বিশ্বের সর্বোচ্চ ১৬১.৩ কি.মি. (ঘণ্টায়) গতির মালিক বলেছেন, ‘জানতাম না যে, পাকিস্তানে আমি যত জনপ্রিয়, এখানেও তত জনপ্রিয়- সেই ভালোবাসা এখনো আমার সঙ্গী। বাংলাদেশে পা রাখার যে কোনো সুযোগ পেলেই তা লুফে নেব সবসময়।
এখানে যে ভালোবাসা আমি পাই- ক্যারিয়ারজুড়েই অনেক ভালোবাসা পেয়েছি। এখানে আসার কোনো সুযোগই তাই হাতছাড়া করতে চাইব না।
পিএ/এসএন