গ্যালারিভর্তি দর্শক শুধু এক ঝলক লিওনেল মেসিকে দেখার আশায় টিকিট কেটেছিলেন। সেই প্রত্যাশা নিয়েই ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। কিন্তু অনুষ্ঠান চলাকালীন এমন এক দৃশ্যের সাক্ষী থাকল গ্যালারি, যা মুহূর্তে বদলে দিল উচ্ছ্বাসের আবহ। ফুটবলের রাজপুত্র মেসিকে মঞ্চের এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখে, আর ঠিক সেই সময় অজয় দেবগন ও টাইগার শ্রফকে সংবর্ধনা দেওয়ায় ফেটে পড়ল জনতার ক্ষোভ।
মঞ্চে তখন উপস্থিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তাঁর হাত থেকেই উত্তরীয় পরিয়ে ‘যুব আইকন’ হিসেবে সম্মান জানানো হচ্ছিল বলিউডের দুই তারকাকে। আর সেই দৃশ্যের পাশেই শান্তভাবে দাঁড়িয়ে ছিলেন মেসি ও লুইস সুয়ারেজ। এই বৈপরীত্যই চরম বিরক্তির জন্ম দেয় গ্যালারিতে। মুহূর্তের মধ্যেই দর্শকদের একাংশ ‘মেসি, মেসি’ ধ্বনিতে সরব হয়ে ওঠেন। কেউ কেউ প্রকাশ্যেই চিৎকার করে বলেন, তাঁরা বলিউড তারকা দেখতে আসেননি, এসেছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তিকে দেখতে।
এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। দেখা যায়, মেসির সামনে দাঁড়িয়েই দু’জন অভিনেতাকে লক্ষ্য করে দর্শকদের দুয়োধ্বনি। সেই মুহূর্তে অজয় দেবগন ও টাইগার শ্রফ কিছুটা অপ্রস্তুত হলেও অনুষ্ঠান থামেনি। তবে প্রশ্ন উঠছে, যে আয়োজন মেসিকে কেন্দ্র করেই, সেখানে কেন এই ধরনের সংবর্ধনার আয়োজন।
অবশ্য মাঠের ভেতরের অংশে পরে ফুটবলপ্রেমীরা পেয়েছিলেন কাঙ্ক্ষিত আনন্দ। ইন্ডিয়া স্টার্স ও মিত্রা স্টার্সের প্রীতি ম্যাচে সুনীল ছেত্রীর হেডে গোল গ্যালারিকে উজ্জীবিত করে তোলে। এরপর মেসির নেওয়া নিখুঁত পেনাল্টিতে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। শুধু তাই নয়, দর্শকদের দিকে শট মেরে দোতলার গ্যালারিতে বল পাঠিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। বারবার হাত নেড়ে অভিবাদন জানিয়ে মন জয় করেন তিনি। পাশে ছিলেন রদ্রিগো দে পল ও সুয়ারেজও।
এর আগে মেসির হাত থেকে সই করা আর্জেন্টিনার জার্সি উপহার পান সুনীল ছেত্রী। উপস্থিত ছিলেন নিখিল পূজারি, রাহুল ভেকে, আশুতোষ মেহতার মতো ফুটবলাররা। মাঠের এক পাশে বিশাল তাঁবুতে বসেছিলেন ভিআইপি অতিথিরা, তাঁদের মধ্যেই বলিউডের একাধিক পরিচিত মুখ।
তবু সব আনন্দের মাঝেও ওয়াংখেড়ের এই সংবর্ধনা-পর্ব নিয়ে কাটাছেঁড়া থামছে না। ফুটবলপ্রেমীদের একাংশের মতে, যে মঞ্চে মেসির মতো কিংবদন্তি উপস্থিত, সেখানে বাড়তি চমকের জায়গা নেই। সেই অসন্তোষই এবার ভাইরাল ভিডিও হয়ে রয়ে গেল স্মৃতিতে।
আরপি/টিকে