অভিনেত্রী ও রাজনীতিবিদ স্মৃতি ইরানি সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে প্রশংসা করেছেন অক্ষয় খন্নার অভিনয়কে। ‘রেহমান বালোচ’ চরিত্রে অক্ষয়ের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তিনি সামাজিক মাধ্যমে একটি দৃশ্য শেয়ার করে লিখেছেন, “অক্ষয় সমস্ত প্রত্যাশা পার করে ফেলেছেন। এ বার ওকে অস্কার দিয়ে দাও।”
স্মৃতি আরও জানান, ছবির অন্যান্য অভিনেতাদের অভিনয়ও প্রশংসনীয় হলেও অক্ষয়ের চরিত্র এবং অভিনয় আলাদাভাবে নজর কেড়েছে। তিনি ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্য, বিশেষ করে পাকিস্তানের লিয়ারি শহর এবং ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বই হামলার ঘটনার চিত্রায়ণকে রোমাঞ্চকর বলে অভিহিত করেছেন।
এমকে/এসএন