বলিপাড়ায় নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছেন সাইফ আলি খান। শোনা যাচ্ছে, আগামী কয়েক মাস তিনি নতুন কোনো কাজে হাত দেবেন না। এই সময়টুকু জুড়ে তাঁর মনোযোগ থাকবে একেবারেই অন্যদিকে বাংলা ভাষা শেখায়। উচ্চারণ, ভাষার সূক্ষ্মতা আর প্রকাশভঙ্গি রপ্ত করতেই নাকি নিজেকে পুরোপুরি প্রস্তুত করছেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই ইঙ্গিত দিয়েছেন সইফ। জানিয়েছেন, আগামী তিন মাস তিনি শুধুই বাংলা ভাষা নিয়ে কাজ করবেন। এই কথার পর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি এ বার টলিউডে পা রাখতে চলেছেন নবাব? সেই সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেননি অভিনেতা, আবার খোলসা করতেও নারাজ। তাঁর কথায়, এই কাজ নিয়ে তিনি এখনই বেশি কিছু বলতে পারবেন না।
তবে এটুকু স্পষ্ট করেছেন, কোনো এক বাঙালি ব্যক্তিত্বের জীবনিচিত্রে তাঁকে দেখা যেতে পারে। কে সেই মানুষ, কে পরিচালনা করছেন ছবি এই সব প্রশ্নে সাইফমুখে কুলুপ এঁটেছেন। শুধু জানিয়েছেন, অনেক দিন পর এমন একটি চরিত্রের জন্য তিনি গভীর প্রস্তুতিতে নেমেছেন, যা তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
এই নতুন প্রস্তুতির পেছনে রয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতার ছায়াও। চলতি বছরেই এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন সাইফ আলি খান। অভিনয়ের কাজের চেয়েও সেই ঘটনাই তাঁকে ঘিরে আলোচনায় রেখেছিল বেশি। সেই স্মৃতি এখনও তাঁকে তাড়া করে ফেরে বলে স্বীকার করেছেন অভিনেতা।
সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার এক অনুষ্ঠানে এসে সাইফ জানান, ওই দুর্ঘটনার পর তাঁর পা একসময় অসাড় হয়ে গিয়েছিল। প্রায়ই মনে হয়, তিনি চাইলে সারা জীবনের জন্য শয্যাশায়ীও হয়ে যেতে পারতেন। এই উপলব্ধিই নাকি তাঁকে নতুন করে জীবনকে দেখার সুযোগ দিয়েছে। নিজের এই সময়টাকে তিনি পুনর্জন্ম হিসেবেই দেখছেন।
এই নতুন জীবনের পথেই কি বাংলা ভাষা আর বাঙালি চরিত্রের হাত ধরে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সাইফআলি খান এই প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতেই তুলে রাখলেন অভিনেতা। ততদিন দর্শকের কৌতূহল আর অপেক্ষাই ভরসা।
আরপি/এসএন