সুনামগঞ্জে নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।
শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন—ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল হালিম শিপন (৩৮), তিনি ছাতক উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক। অন্যজন ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৮), তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য। এছাড়া বরিশাল জেলার উজিরপুর উপজেলার জুগিরকান্দা গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে এমদাদুল হক তুহিনকেও (৩৮) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নদীপথে চাঁদাবাজি, হামলা, মামলা বাণিজ্যসহ নানা ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছিল।