নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্মৃতি মান্ধানার। কিন্তু নানা বিতর্কিত ঘটনায় ভারতীয় সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়নি। ব্যক্তিগত জীবনের এই ধাক্কার প্রভাব পড়েছিল পারফরম্যান্সেও। শেষ পর্যন্ত রানে ফিরলেন তিনি এবং গড়লেন বিশ্ব রেকর্ড।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের চতুর্থ টি-টোয়েন্টিতে ৮০ রান করেছেন স্মৃতি। আগের তিন ম্যাচে সর্বোচ্চ রান ছিল ২৫। ৪৮ বলে ১১ চার ও ৩ ছয়ে ইনিংস সেরা পারফরম্যান্সে ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন তিনি।
ওপেনিংয়ে শেফালি ভার্মার সঙ্গে ১৬২ রান তোলেন স্মৃতি, যা যে কোনো উইকেটে সর্বোচ্চ। আগের ১৪৩ রানের রেকর্ডও তারা গড়েছিলেন। ৮০ রানের ইনিংস খেলার পথে স্মৃতি দ্রুততম ১০ হাজার রানের বিশ্ব রেকর্ড গড়েছেন।
মিতালি রাজকে টপকে দ্রুততম হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান হলো স্মৃতির। বিশ্বের চতুর্থ নারী ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করলেন তিনি। আগে রয়েছেন মিতালি (১০৮৬৮), নিউ জিল্যান্ডের সুজি বেটস (১০৬৫২) এবং ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (১০২৭৩)।
এছাড়া টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়েছেন স্মৃতি (৮০)। ভেঙে দিয়েছেন হারমানপ্রীত কৌরের (৭৮) রেকর্ড।
আরআই/টিএ