হাসপাতাল থেকে ফিরেই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন তৌসিফ

স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। অসুস্থ অবস্থায় তাঁর মাথায় দিতে হয়েছে ২৭টি সেলাই। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন এই শিল্পী। কারণ, অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি।

তৌসিফ আহমেদ জানান, গত বছরের ২৮ ডিসেম্বর সকালে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। দীর্ঘ সময় অচেতন অবস্থায় ছিলেন। পরে স্ত্রী ও সন্তান তাঁকে ওই অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তিনি বাসায় ফেরেন।

অসুস্থতার খবর ফেসবুকে জানানোর পর থেকেই এক শ্রেণির মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটূক্তি ও ভিত্তিহীন মন্তব্য করতে শুরু করে বলে অভিযোগ করেন তৌসিফ। এসব মন্তব্য তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তৌসিফ আহমেদ লেখেন,‘আমার স্ট্রোকের খবরে বেশ কয়েকজন ব্যক্তি নেতিবাচক মন্তব্য করেছেন। যদিও এতে আমার ব্যক্তিগতভাবে তেমন কিছু যায় আসে না, তবে সাইবার বুলিং, মানহানি ও মিথ্যা তথ্য ছড়ানোর অপরাধে সাইবার নিরাপত্তা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছি।’

আরেক পোস্টে তিনি বলেন,‘দেখছি, আমাদের আশপাশের অনেক ফেসবুক ব্যবহারকারী দিন দিন খুব অসহিষ্ণু হয়ে পড়ছে। কোথায় কী বলা উচিত, সেটাও যেন ভুলে যাচ্ছে। কারও অসুস্থতার খবরে সহানুভূতির বদলে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে। এমনকি আমাকে ও আমার পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা আমি সরাসরি অপরাধ হিসেবে দেখছি। এতে আমার সম্মানহানি হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। যাঁরা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, তাঁরা জানেন আমি কেমন মানুষ। অনুরোধ, আমার পরিবারকে ছোট করবেন না।’

ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তায় তৌসিফ আরও লেখেন,‘আমি হয়তো বড় শিল্পী হতে পারিনি। কিন্তু আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো- দেড় যুগ আগে প্রকাশিত আমার গাওয়া গান আজও মানুষ আগ্রহ নিয়ে শোনে, ভবিষ্যতেও শুনবে। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! আমার সম্পর্কে না জেনে দয়া করে কোনো মিথ্যা গুজব ছড়াবেন না।’

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন তৌসিফ আহমেদ। সে কারণে আগের মতো নিয়মিত কাজ করাও সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। এর আগেও তিনি একাধিকবার গুরুতর শারীরিক সমস্যায় আক্রান্ত হন। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার এবং ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন এই সংগীতশিল্পী। চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিন ধরেই বিশ্রামে রয়েছেন তিনি।

উল্লেখ্য, ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তৌসিফ আহমেদ। শুধু গায়ক হিসেবেই নয়, গান লেখা, সুর করা ও সংগীতায়োজনেও তিনি সমানভাবে সক্রিয়। ২০০৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভারতও বাংলাদেশের বেলায় পাকিস্তানের মতো ব্যবস্থার কথা ভাবছে Jan 04, 2026
img
এলপি গ্যাসের নতুন মূল্য জানা যাবে আজ Jan 04, 2026
img
বরিশালে আগুনে পুড়ল মাদ্রাসা Jan 04, 2026
img
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি Jan 04, 2026
img
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ Jan 04, 2026
img
ভেনেজুয়েলায় মাচাদোকে ক্ষমতায় বসাতে চান ট্রাম্প! Jan 04, 2026
img
‘কাভি খুশি কাভি গাম টু’ নিয়ে কি নতুন পরিকল্পনায় করণ জোহর? Jan 04, 2026
img
জামায়াতের সঙ্গে জোটই এনসিপি থেকে সরে দাঁড়ানোর কারণ নয়: তাজনূভা জাবীন Jan 04, 2026
img
বাছাই শেষে যশোর-৫ ও ৬ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল Jan 04, 2026
img
বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা Jan 04, 2026
img
টানা ৯ম জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা Jan 04, 2026
img
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির সমাগম Jan 04, 2026
img
আমানের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল Jan 04, 2026
img
ভেনেজুয়েলায় ‘শান্তিপূর্ণ সমাধানে’ মধ্যস্থতার প্রস্তাব স্পেনের Jan 04, 2026
img
ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা Jan 04, 2026
img
ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ডিএমপি: কমিশনার সাজ্জাত Jan 04, 2026
যুক্তরাষ্ট্রের হাতে আটক হয়েছিলেন যে সকল রাষ্ট্রপ্রধান Jan 04, 2026
স্ত্রীসহ মাদুরোর বিচার হবে যুক্তরাষ্ট্রের আদালতে Jan 04, 2026
img
বরিশালে আটকে গেল বিএনপি প্রার্থী সান্টুর মনোনয়ন Jan 04, 2026
হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা Jan 04, 2026