চাপের মুখে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দেয় বিসিসিআই। বাধ্য হয়ে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরাও বাংলাদেশি তারকাকে বাদ দিয়েছে। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এমন সিদ্ধান্তে বাংলাদেশে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। মুস্তাফিজের প্রতিক্রিয়া কী জানা যায়নি, তবে তার বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এক পোস্ট দিয়ে তাদের অবস্থান জানিয়েছে।
রংপুর তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে মুস্তাফিজের বোলিংয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘সুযোগ হয়তো কেড়ে নেওয়া যায়, কিন্তু সম্মান অর্জিত হয় মাঠে। আমরা দ্য ফিজের সঙ্গে আছি।’ ছবির ভেতরে লেখা, ‘ক্রিকেট প্রতিভাকে স্বীকৃতি দেয়, সীমান্তকে নয়।’
কয়েকদিন ধরেই বাংলাদেশি পেসারের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে আজ (শনিবার) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। কলকাতাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।
শাহরুখ খানের দল জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’
আরআই/টিকে