আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়ানোর সুযোগ ছিলো মুস্তাফিজুর রহমানের। ৯.২০ কোটি রুপিতে নিলাম থেকে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশি এই তারকাকে কলকাতা স্কোয়াড থেকে আজ বাদ দিয়েছে।
ভারতজুড়ে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। যার রেশ ধরে বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। যা বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যতকেও শঙ্কায় ফেলেছে!
মুস্তাফিজের আইপিএল খেলতে না পারা নিয়ে আজ বিকেলে সিলেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান রাত সাড়ে নয়টায় জরুরি একটি সভা ডেকেছে বোর্ড। সেই সভার পর এ প্রসঙ্গে বিস্তারিত জানাবে বিসিবি।
মূলত নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে না ভারত সরকার। কলকাতা জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’
বাংলাদেশি এই পেসারের নিরাপত্তা শঙ্কা এখন ক্রিকেট ছাপিয়ে দুই দেশের কূটনৈতিক অঙ্গন পর্যন্ত যেতে পারে। কারণ ভারতীয় সরকার এখানে সরাসরি হস্তক্ষেপ করেছে। ক্রিকেটীয় বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপের ফলে দুই দেশের ক্রিকেট বন্ধনে ফাটল ধরতে পারে!
আরআই/টিকে