বাংলাদেশ ফুটবল লিগে গেল বছরের শেষ দিকের বিবর্ণতা ঝেড়ে নতুন বছরের শুরুটা দারুণ জয়ে রাঙিয়েছে আবাহনী। তবে, হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সঙ্গে ৩-৩ ড্র করেছে কিংস।
২০২৫ সালে লিগে নিজেদের শেষ ম্যাচ আবাহনীর সাথে ড্র করা বসুন্ধরা কিংস এদিন ফকিরেরপুলের জালে ছয় মিনিটে তিন গোলের ঝড় বইয়ে দেয়। ২৩তম মিনিটে সাদউদ্দিন দলকে এগিয়ে নেওয়ার পর, দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো ২৫ ও ২৯তম মিনিটে জোড়া গোল করেন।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে ১৩ মিনিটে ম্যাচের দৃশ্যপট বদলে দেয় ফকিরেরপুল। ৭৭তম মিনিটে জাহিদ হোসেন ব্যবধান কমানোর পর, ৮৪তম মিনিটে ইরফান হোসেন লক্ষ্যভেদ করলে একপেশে ম্যাচে প্রাণ ফেরে। ৯০তম মিনিটে বেন ইব্রাহিম জালের দেখা পেলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফকিরেরপুল।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি আরামবাগ ক্রীড়া সংঘ। লিগে টানা দুই ম্যাচ ড্র করে আসা আবাহনীর জয় ৩-০ গোলে।
নবম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৬০তম মিনিটে আবারও জালের দেখা পান সুলেমানে দিয়াবাতে। মাঝে ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন ব্রুনো মাতোস।
২০২৬-এ প্রত্যাশিত শুরু পেয়েছে ফর্টিস এফসিও। শুরুটা ভালো হয়নি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিরও; পুলিশ এফসির সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডাব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। প্রথমার্ধের শেষ দিকে পা ওমার বাবু এবং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ওকাফোর লক্ষ্যভেদ করেন।
দিনের অন্য ম্যাচে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির সাথে ১-১ ড্র করেছে রহমতগঞ্জ। ষোড়শ মিনিটে সফল স্পট কিকে রহমতগঞ্জকে এগিয়ে নেন সলোমন কিং। প্রথমার্ধের শেষ দিকে পাউলো হেনরিক সমতায় ফেরান পুলিশকে।
এক ঘণ্টারও বেশি সময় ১০ জনকে নিয়ে খেলা পুলিশের জন্য অবশ্য এই ড্র স্বস্তির। সপ্তদশ মিনিটে লাল কার্ড দেখেছিলেন আমিরুল ইসলাম।
লিগের প্রথম পর্ব শেষে বসুন্ধরা কিংস ও ফর্টিসের পয়েন্ট সমান ১৮ করে। দুই দলের জয়, হার এবং ড্রও সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে কিংস শীর্ষে, ফর্টিস দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ তৃতীয় এবং ১৪ পয়েন্ট নিয়ে পুলিশ আছে চতুর্থ স্থানে।
আবাহনী ১৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
আরআই/টিকে