কট্টোর যুক্তরাষ্ট্রবিরোধী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর ক্ষমতায় না থাকায় ভবিষ্যতে ভেনেজুয়েলার তেল শিল্পে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালীভাবে জড়িত’ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেছেন, “বিশ্বে তেল কোম্পানিগুলোর মধ্যে আমাদের তেল কোম্পানিগুলো সবচেয়ে সেরা, সবচেয়ে বড়। আর আমরা ভেনেজুয়েলার তেলে শক্তিশালীভাবে জড়িত হব।”
ভেনেজুয়েলার তেলখাতে যদি মার্কিন কোম্পানিগুলো জড়িত হতে পারে তাহলে বিষয়টি হবে অনেক বড় কিছু। তবে তেল উত্তলনের অবকাঠামো নির্মাণ এবং সেই তেল রপ্তানি করার বিষয়টি বাস্তব রূপ নিতে কয়েক বছর সময় লাগবে।
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি তেল আছে ভেনেজুয়েলায়। সেখানে যত তেলের খনি পাওয়া গেছে তা আর কোথাও এখনো পাওয়া যায়নি। সৌদিকে তেলের খনি মনে করা হলেও ভেনেজুয়েলা এক্ষেত্রে তাদের চেয়ে এগিয়ে আছে।
এদিকে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, “চুরি করা তেল অবশ্যই ফেরত দিতে হবে।” তবে তিনি কোন তেল এবং কারা চুরি করেছে সেটি স্পষ্ট করেননি।
সূত্র: ফক্স নিউজ
এসকে/টিকে