নায়িকা তনিষ্কা তিওয়ারি, যিনি ধারাবাহিক ‘কুসুম’-এ গ্রামের মেয়ে কুসুমের চরিত্রে অভিনয় করছেন, পর্দায় তার পারদর্শিতা এবং পরিণত অভিনয় দর্শকদের নজর কেড়েছে। ধারাবাহিকের গল্পে কুসুম শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে শৌর্যের সঙ্গে জড়িয়ে পড়ে এবং তাদের সম্পর্ক নানা মোড়ে গড়ায়। দশম শ্রেণির পড়ুয়া এই নায়িকা প্রেমের দৃশ্যে অভিনয় প্রসঙ্গে জানিয়েছেন, শুটিংয়ের আগে তাকে সবসময় মত নেওয়া হয় এবং যদি তিনি স্বচ্ছন্দ না হন, চিত্রনাট্য পরিবর্তন করা হয়। পরিচালক এবং সহকর্মীদের সহায়তায় তাই তিনি প্রেমের দৃশ্যে কোনো অস্বস্তি অনুভব করেন না।
তনিষ্কা আগামীতে পেশাদার অভিনেত্রী হওয়ার ইচ্ছা পোষণ করছেন। সেই ভাবনায় তিনি পড়াশোনার ক্ষেত্রেও সচেতন; মনোবিজ্ঞান, ইতিহাস, দর্শন নিয়ে একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং স্নাতক পর্যায়ে ‘ফিল্ম স্টাডিজ’-এ পড়ার পরিকল্পনা রয়েছে। শুটিংয়ের ফাঁকে তিনি বই পড়ে নিজেকে প্রস্তুত করছেন।
এবার দর্শক কেবল তার অভিনয় দক্ষতায় নয়, পারিবারিক এবং শিক্ষাগত দায়িত্বের সঙ্গে পেশাদারিত্ব বজায় রাখার দৃষ্টিকোণ থেকেও তাকে প্রশংসা করছেন।
পিআর/টিকে