অক্ষয় খান্না ২০২৬ সালের শুরুতেই নিজের অভিনয়জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। ‘ছাওয়া’ ছবির পর বক্সঅফিসে তার সাফল্য ক্রমশ আরও দৃঢ় হচ্ছে। ২০২৫ সালে ভিকি কৌশলের সঙ্গে এই ছবিতে অভিনয় করেন তিনি, যা বিশ্বব্যাপী ৮০০ কোটি টাকার ব্যবসা করেছে। এরপর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবি সেই রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। বর্তমানে এই ছবি বিশ্বব্যাপী ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে।
এই ব্যবসায়িক সাফল্যের কারণে অক্ষয়ের নাম যুক্ত হয়েছে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তালিকায়। এক বছরে তার দুটি ছবির সম্মিলিত আয় ২০০০ কোটি টাকার গণ্ডি অতিক্রম করেছে। এ সাফল্যের পর তার পারিশ্রমিকও বেড়ে ২১ কোটি টাকা প্রতি ছবি হয়েছে।
তবে ‘দৃশ্যম ৩’ ছবিতে অভিনয় নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। আগের ‘দৃশ্যম ২’-এ পরচুলা ছিল না, আর নতুন ছবিতে ধারাবাহিকতা বজায় রাখতে হলে পরচুলা পরতে হবে। পারিশ্রমিক বৃদ্ধির সঙ্গে এই শর্ত মেলাতে না পারায় অক্ষয় নিজে ছবিটি থেকে সরে গেছেন। তবুও তার সাফল্য এবং বক্সঅফিস দাপট তাকে বলিউডের শীর্ষ অভিনেতাদের সঙ্গে তুলনীয় স্থান দিয়েছে।
পিআর/টিকে