অঙ্কুশ হাজরার এবং ঐন্দ্রিলা সাহার পরবর্তী চলচ্চিত্র ‘নারী চরিত্র বেজায় জটিল’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। বছরের প্রথম রিলিজ হিসেবে এটি দর্শকের মধ্যে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে। ছবির টিজার, ট্রেলার এবং গান ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে এবং এটি সম্পূর্ণ অর্গানিকভাবে মানুষের ভালোবাসা অর্জন করেছে। অঙ্কুশ জানাচ্ছেন, ‘‘হয়তো ছবির কনসেপ্ট মানুষদের এত ভালো লাগছে যে তারা সংযোগ অনুভব করছে।’’
অঙ্কুশ বলেন, নারীদের আচরণ কখনও সরল হয় না, কখনও তারা কিছু বোঝাতে চায় কিন্তু কথায় তা ভিন্নভাবে প্রকাশ পায়। ছবির শিরোনামও এই বিষয়কে প্রতিফলিত করছে। প্রেমিকা ঐন্দ্রিলাকে জটিল মনে হয় কি না এমন প্রশ্নে অভিনেতা হেসে বলেন, ‘‘মনে এক, মুখে আলাদা হয়ে যায়।’’ তিনি আশা করছেন দর্শকরা এ বিষয়টির সঙ্গে সহজেই সম্পর্ক স্থাপন করতে পারবেন।
অঙ্কুশ বলেন, তার শিল্পজীবন পনেরো বছর পূর্ণ হয়েছে এবং এই সময়ের মধ্যে তিনি অভিনেতা থেকে প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তিনি বলছেন, ‘‘সব ধরনের গল্প বলতে আমি প্রস্তুত।’’ ছবিটি একটি মজার পারিবারিক ফিল্ম হিসেবে তৈরি হয়েছে, পরিচালনা করেছেন সুমিত-সাহিল। ইতিমধ্যেই ছবির গান ‘কাঁটা ফুটেসে’ এবং শিলাজিতের ‘ডান্ডা ২.০’ দর্শকপ্রিয় হয়ে উঠেছে। ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটি মুক্তি পাবে ৯ জানুয়ারি।
পিআর/টিকে