টলিউডের জনপ্রিয় পরিচালকজুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর শুটিং শুরু হয়েছে। ছবিটি উইন্ডোজ প্রোডাকশনের ২৫তম বছরে তাদের ২৫তম সিনেমা হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে। প্রথম দিনের শুটিং রবিবার মহিষাদল রাজবাড়িতে শুরু হয়েছে। শিবপ্রসাদ ও নন্দিতা শুটিং ফ্লোর থেকে ক্ল্যাপস্টিক হাতে ছবি পোস্ট করে জানিয়েছেন, দর্শকের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে কাজ শুরু করা হলো।
ছবিতে আবেগ এবং সাসপেন্সের মোড়কে গল্প সাজানো হয়েছে। কাস্টিংয়ে রয়েছে সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়। উল্লেখযোগ্য, বহুদিন পর বড়পর্দায় ফিরছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী।
পরিচালকদ্বয় আগেই জানিয়েছিলেন, ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর গল্পে একাধিক লেয়ার রয়েছে, যা দর্শককে একাত্ম করবে। মিউজিকের জন্য জুটি বাঁধবেন জয় সরকার এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শুটিং চলবে ধারাবাহিকভাবে এবং ছবির মুক্তির জন্য টিম প্রস্তুত।
পিআর/টিকে