২০২৬ সাল হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের জন্য এক মহোৎসবের বছর। ক্ল্যাসিক উপন্যাসের নতুন রূপায়ণ থেকে শুরু করে সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি- সব মিলিয়ে বড় পর্দা মাতাতে আসছে একগুচ্ছ সিনেমা। বিবিসির সমালোচকদের বাছাই করা ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত ১৬টি সিনেমার তালিকা ও সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো।
১. উথারিং হাইটস : এমিলি ব্রন্টির ধ্রুপদী উপন্যাস অবলম্বনে এটি একটি রোমান্টিক ড্রামা। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মার্গোট রবি ও জ্যাকব এলর্ডি; মুক্তি পাবে ১৩ ফেব্রুয়ারি।
২. প্র্যাকটিক্যাল ম্যাজিক টু : ১৯৯৮ সালের কাল্ট ক্ল্যাসিক মুভির সিক্যুয়েল এটি। সুপারন্যাচারাল রম-কম ঘরানার এই ছবিতে দীর্ঘ ২৮ বছর পর আবার পর্দায় ফিরছেন স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান; মুক্তি ১৮ সেপ্টেম্বর।
৩. দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু : জনপ্রিয় 'স্টার ওয়ার্স' ফ্র্যাঞ্চাইজির এই সায়েন্স ফিকশন অ্যাকশন মুভিটি পরিচালনা করেছেন জন ফাভরিউ। পেড্রো পাস্কাল অভিনীত এই ছবিটি মুক্তি পাবে ২২ মে।
৪. দ্য ডগ স্টার্স : রিডলি স্কট পরিচালিত এই পোস্ট-অ্যাপোক্যালিপটিক সায়েন্স ফিকশন ছবিতে অভিনয় করেছেন জ্যাকব এলর্ডি ও জশ ব্রোলিন। মহামারী পরবর্তী পৃথিবীর বেঁচে থাকার লড়াই নিয়ে নির্মিত এই ছবিটি মুক্তি পাবে ২৮ আগস্ট।
৫. দ্য ব্রাইড! : ম্যাজি গিলেনহাল পরিচালিত এই হরর-থ্রিলার ছবিতে ফ্রাঙ্কেনস্টাইনের দানবের ‘বধূ’ হিসেবে দেখা যাবে জেসি বাকলিকে। সাথে আছেন ক্রিশ্চিয়ান বেল; মুক্তি পাবে ৬ মার্চ।
৬. ডিগার : আলেজান্দ্রো জি ইনারিতু পরিচালিত এই ডার্ক কমেডিতে অভিনয় করেছেন টম ক্রুজ ও সান্দ্রা হুলার। হলিউড সুপারস্টার টম ক্রুজের এক ব্যতিক্রমী অভিনয় দেখার অপেক্ষায় ভক্তরা; মুক্তি ২ অক্টোবর।
৭. টয় স্টোরি ফাইভ : পিক্সারের জনপ্রিয় এই অ্যানিমেটেড অ্যাডভেঞ্চারে আবারও ফিরছেন উডি (টম হ্যাঙ্কস) ও বাজ লাইটইয়ার (টিম অ্যালেন)। প্রযুক্তি আর খেলনার লড়াই নিয়ে নির্মিত এই ছবি মুক্তি পাবে ১৯ জুন।
৮. দ্য ড্রামা : রবার্ট প্যাটিনসন ও জেনডায়া অভিনীত এই ডার্ক রম-কম মুভিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার বোরগ্লি। বিয়ের ঠিক আগে এক গোপন রহস্য ফাঁস হওয়া নিয়ে গল্পের এই ছবি মুক্তি পাবে ৩ এপ্রিল।
৯. মাদার মেরি : অ্যান হ্যাথাওয়ে ও মিকেলা কোয়েল অভিনীত এই মিউজিক্যাল থ্রিলারে একজন পপ তারকা ও তার কস্টিউম ডিজাইনারের জটিল সম্পর্কের গল্প উঠে আসবে; মুক্তি পাবে এপ্রিলে।
১০. দ্য সোশ্যাল রেকোনিং : ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর সিক্যুয়েল হিসেবে খ্যাত এই ড্রামা মুভিটি পরিচালনা করেছেন অ্যারন সরকিন। জেরেমি স্ট্রং ও মাইকি ম্যাডিসন অভিনীত এই সত্য ঘটনা নির্ভর ছবি মুক্তি পাবে ৯ অক্টোবর।
১১. দ্য ডেভিল ওয়ার্স প্রাডা টু : ২০ বছর পর ফিরছে ফ্যাশন জগতের কাল্ট মুভিটির সিক্যুয়েল। মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্ট অভিনীত এই ছবিটি মুক্তি পাবে ১ মে।
১২. দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং : জনপ্রিয় ডিস্টোপিয়ান থ্রিলার ফ্র্যাঞ্চাইজির এই প্রিক্যুয়েলে অভিনয় করেছেন রালফ ফিনস ও জেসি প্লিমন্স; মুক্তি পাবে ২০ নভেম্বর।
১৩. নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ : গ্রেটা গারউইগ পরিচালিত এই ফ্যান্টাসি মুভিটি নার্নিয়া সিরিজের প্রিক্যুয়েল। এমা ম্যাকে ও ড্যানিয়েল ক্রেগ অভিনীত ছবিটি মুক্তি পাবে ২৬ নভেম্বর।
১৪. ডিসক্লোজার ডে : স্টিভেন স্পিলবার্গের এই রহস্যময় এলিয়েন-থ্রিলারে অভিনয় করেছেন জোশ ও'কনর ও এমিলি ব্লান্ট। ইউএফও নিয়ে মানুষের কৌতূহলের গল্প নিয়ে এই ছবি মুক্তি পাবে ১২ জুন।
১৫. দ্য ওডিসি : হোমারের মহাকাব্য অবলম্বনে ক্রিস্টোফার নোলানের এই এপিক ড্রামায় অভিনয় করেছেন ম্যাট ড্যামন, অ্যান হ্যাথাওয়ে ও জেনডায়া। ট্রোজান যুদ্ধ পরবর্তী সমুদ্রযাত্রার এই গল্প মুক্তি পাবে ১৭ জুলাই।
১৬. অ্যাভেঞ্জার্স: ডুমসডে : মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এই মেগা প্রজেক্টে রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন ভিলেন 'ডক্টর ডুম' হিসেবে। রুসো ব্রাদার্স পরিচালিত এই সুপারহিরো অ্যাকশন মুভিটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।
পিআর/টিকে