ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র ছিল এস্পানিওল-বার্সেলোনার মধ্যে। শেষ চার মিনিটে ২টি গোল করে জয়ে বছর শুরু করেছে কাতালানরা। তিন পয়েন্ট পেয়ে সন্তুষ্ট হলেও জয়টা বার্সার প্রাপ্য ছিল না, বলেছেন কোচ হ্যান্সি ফ্লিক।
এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে সমানে সমান লড়াই করে দুদল। ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালায় তারা। জালের দেখা মেলে ৮৬ মিনিটে, দানি ওলমোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৯০ মিনিটে ব্যবধান দিগুণ করেন রবার্ট লেভান্ডোভস্কি।
পরে বার্সার জার্মান কোচ ফ্লিক বলেছেন, ‘আমাদের কিছু জিনিস পরিবর্তন করতে হবে। যদিও ৩ পয়েন্ট নিয়ে খুশি। তবে মনে রাখতে হবে যে এস্পানিওল খুব ভালো খেলেছে। আমরা জয়ের যোগ্য ছিলাম না, কিন্তু শেষমুহূর্তে গোলের পর আমরা মাঠে মান রেখেছি, তাই খেলার যোগ্য ছিলাম।’
নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলাটা সহজ ছিল না বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়ার জন্য। শৈশবের ক্লাব এস্পানিওলের গোলবার সামলানের দায়িত্ব দীর্ঘ সময় ছিল তার কাজ। এ মৌসুমে বার্সায় আসার পর সাবেক ক্লাবের বিপক্ষে নেমে সমর্থকদের কাছে পান অপ্রত্যাশিত অভ্যর্থনা। তাকে ইঁদুরের ছবি দেখিয়ে বোঝানো হয় বিশ্বাসঘাতকতার প্রতীক। তিনিও কোন অংশে কম নন, দেখিয়েছেন যোগ্যতা। এস্পানিওলের নেয়া ৭টি লক্ষ্য বরাবর শটের ৬টি ঠেকিয়ে দেন গার্সিয়া।
ফ্লিক জয়ের কৃতিত্বও দিচ্ছেন স্পেনিয়ার্ড গোলরক্ষকে, ‘কিন্তু প্রথমেই আমার হুয়ান গার্সিয়াকে ধন্যবাদ জানাতে হবে। সে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন এবং বেঞ্চ থেকে নেমে আসা খেলোয়াড়দেরও। আমরা যে ৩ পয়েন্ট জিতেছি, সেটা লিগের বাকিদের কাছে আমাদের আগমনের বার্তা।’
১৯ ম্যাচ পর ১৬ জয়, একটি ড্র ও দুটি হারে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ১৩ জয়, তিন ড্র ও ২ হার নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, পয়েন্ট ৪২। ৩৮ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল, ৩৭ পয়েন্ট নিয়ে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ৩৩ পয়েন্টে পাঁচে আছে এস্পানিওল।
আরআই/টিকে