প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে বার্সাকে জেতালেন গার্সিয়া

খুব বেশিদিন আগের কথা নয়, গত মে মাসে এস্পানিওলকে রেলিগেশন (লিগ থেকে অবনমন) থেকে বাঁচিয়েছিলেন হুয়ান গার্সিয়া। লাস পালমাসের বিপক্ষে স্প্যানিশ ক্লাবটি জিতেছিল ২-০ ব্যবধানে। যেখানে চারটি সেভ করে গোলবার অক্ষুণ্ন রাখা গার্সিয়াকে এস্পানিওল দর্শকরা মাথায় তুলে উদযাপন করেছে। সেই গোলরক্ষক এখন বার্সেলোনার, প্রতিপক্ষ দলের হয়ে তিনি যখন এস্পানিওলে গেলেন গ্যালারিতে তখন সম্পূর্ণ বিপরীত দৃশ্য।

এস্পানিওলের মাঠে খেলতে আসার আগে দর্শকদের বিরূপ পরিস্থিতি বিবেচনায় স্টেডিয়ামে বার্সেলোনার জার্সি, ক্যাপসহ প্রতীকি যেকোনো বস্তু নিষিদ্ধ করা হয়। সর্বশেষ গ্রীষ্মের দলবদলে হুয়ান গার্সিয়ার স্প্যানিশ চ্যাম্পিয়নদের দলে যুক্ত হওয়ার বিষয়টি মানতে পারেনি এস্পানিওলের সমর্থকরা। গতকাল (শনিবার) ম্যাচের আগে থেকেই গার্সিয়াকে লক্ষ্য করে ব্যানার টানানো হয়, যেখানে ইঁদুরের ছবি ও তার মুখসংবলিত ভুয়া টাকার নোট প্রদর্শিত হয়। অর্থাৎ, টাকার লোভে তিনি বার্সায় যোগ দিয়েছেন!



অবশ্য বিরূপ পরিস্থিতিতেও কিক-অফের আগে গার্সিয়া শান্তশিষ্ট ছিলেন বলে জানান কোচ হ্যান্সি ফ্লিক। তিনি সাবেক এস্পানিওল গোলরক্ষককে বিশ্বের সেরা গোলকিপারদের একজন হিসেবে প্রশংসা করেছেন। কাতালান ডার্বিতে নিজের পুরোনো ক্লাবের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে তারই স্বাক্ষর রাখেন। পাশাপাশি গার্সিয়া ম্যাচসেরাও হয়েছেন। গার্সিয়ার দুর্দান্ত কয়েকটি সেভে বার্সেলোনা ২-০ ব্যবধানে জয় পায়। এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা পয়েন্ট বেড়ে ৪৯-এ দাঁড়িয়েছে।

বার্সা-এস্পানিওল ম্যাচে মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়া গার্সিয়াকে নিয়ে ফ্লিক বলেন, ‘সবার আগে আমাকে হুয়ান গার্সিয়াকে ধন্যবাদ দিতে হবে। সে বিশ্বের সেরা গোলকিপারদের একজন। আমরা চাপে ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেয়েছি– এটাই লা লিগার প্রতি আমাদের বার্তা। অবশ্যই আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে বরাবরের মতোই শান্ত, মনোযোগী আর আত্মবিশ্বাসী দেখেছি। বড় দলগুলোর সেরা গোলকিপার থাকে, সে তাদেরই একজন।’

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি কর্তারা Jan 07, 2026
টাকা ছাড়া মানুষের হেল্প করবেন যেভাবে Jan 07, 2026
রাজশাহীর বানেশ্বর বাজারে অবৈধ দোকান উচ্ছেদ Jan 07, 2026
img
প্রথম বিয়ে ভাঙার কারণ জানালেন বলিউড অভিনেত্রী শেফালি Jan 07, 2026
img
নতুন লুকে মেহজাবীন চৌধুরী Jan 07, 2026
img

জকসু নির্বাচন

ভিপি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা Jan 07, 2026
img
২০০ কোটি ডলার মূল্যের তেল যুক্তরাষ্ট্রকে দেবে ভেনেজুয়েলা Jan 07, 2026
img
হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ Jan 07, 2026
img
জকসু নির্বাচন : ভিপি পদে চলছে ভোটের হাড্ডা হাড্ডি লড়াই Jan 07, 2026
img
কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান Jan 07, 2026
img
দীর্ঘ ৭ বছর পর যুক্তরাষ্ট্র থে‌কে এ‌লো ভুট্টার চালান Jan 07, 2026
img
শেরপুরে পাহাড়ে বন্যহাতির আক্রমণে প্রাণহানি ১ জনের Jan 07, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি সংস্থা নিবন্ধন পেয়েছে: কমিশনার সানাউল্লাহ Jan 07, 2026
img
গাছ কাটার সর্বোচ্চ শাস্তি লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি Jan 07, 2026
img
প্রথম রাজনৈতিক পরামর্শক সভা করলো বাংলাদেশ-উরুগুয়ে Jan 07, 2026
img
চেক জালিয়াতি মামলায় ইভ্যালির প্রধান নির্বাহীর কারাদণ্ড, চেয়ারম্যান শামীমা খালাস Jan 07, 2026
img
বেথেলের প্রথম সেঞ্চুরি, জয় দেখছে অস্ট্রেলিয়া Jan 07, 2026
img

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয় Jan 07, 2026
img
বিসিবিতে যাচ্ছেন না আসিফ নজরুল Jan 07, 2026
img
আগামী অর্থবছরেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে: এনবিআর চেয়ারম্যান Jan 07, 2026