একটা ম্যাচের উত্তেজনা বাড়াতে আর কি-ই বা লাগে; কয়েক দফায় সংঘর্ষ, কোচের হস্তক্ষেপ- গোটা ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনজন খেলোয়াড়। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে লাৎসিওর বিপক্ষে জয় তুলে শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো নাপোলি।
রোববার (৪ জানুয়ারি) সেরি আ’র ম্যাচে লাৎসিওর মাঠে তাদের ২-০ গোলের হারিয়েছে নাপোলি। এই জয়ে শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে নাপোলির পয়েন্ট ব্যবধান এখন মাত্র ১। ১৭ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট ৩৭। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট এসি মিলানের।
পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে ইন্টার মিলান। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। দিনের শেষ ম্যাচে বোলোনিয়াকে হারাতে পারলে শীর্ষে উঠবে তারা।
চোটের কারণে কেভিন ডে ব্রুইনা, রোমেলু লুকাকু, বিলি গিলমোরসহ নাপোলির বেশ কয়েকজন খেলোয়াড় আছেন মাঠের বাইরে। যে কারণে তাদের ছাড়াই আজ মাঠে নেমেছিল নাপোলি।
১৩ মিনিটে লিওনার্দো স্পিনাস্সোলার গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আমির রহমানি। ৬৯তম মিনিটে বাজেভাবে ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দাভিদ নেরেস। ওই ফাউলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ড দেখেন নাপোলির রহমানি ও লাৎসিওর টিজানি নসলিন।
৮১তম মিনিটে আলেসান্দ্রোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডাচ ফরোয়ার্ড নসলিন।
নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে লাৎসিওর আদাম মারুসিচকে ফাউল করেন নাপোলির পাসকুয়ালে মাৎজক্কি। এরপর উত্তপ্ত বাক্য বিনিময় ও সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। কন্তে এগিয়ে এসে আলাদা করেন দুজনকে। সঙ্গে সঙ্গে অন্যরাও ছুটে আসেন। পরে দুই খেলোয়াড়ই দেখেন লাল কার্ড।
এমআর/টিএ