গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আল মাহমুদ দীপুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর জঙ্গলপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর জঙ্গলপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা।
এসময় এসআই আনিসুর রহমান, মমিনুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
এসআই সেলিম রেজা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় ফুলপুকুরিয়া বাজারে সংঘটিত দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আল মাহমুদ দীপুকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বুধবার (৭ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।
এসএস/টিকে