১৯৮১ সালের ১ আগস্ট, রাত ১২টা ১ মিনিট। প্রথম প্রহরে সম্প্রচার শুরু হয় এমটিভির। সংগীতভিত্তিক চ্যানেলটিতে প্রথম কনটেন্ট হিসেবে প্রচারিত হয় ব্রিটিশ ব্যান্ড ‘দ্য বাগলস’-এর গান ‘ভিডিও কিলড দ্য রেডিও স্টার’। অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠে চ্যানেলটি।
গান নিয়ে এ রকম বিশেষায়িত চ্যানেল তখন অভিনব। মানুষও তাই লুফে নিল। জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে এমটিভি। সঙ্গে চালু হয় তাদের আরো অনেক চ্যানেল।
চার দশকের বেশি সময় পর জনপ্রিয় সেই চ্যানেল বন্ধ হয়ে গেল। গত বছরের ৩১ ডিসেম্বর সর্বশেষ সম্প্রচার হয়েছে এমটিভি মিউজিক। একই সঙ্গে বন্ধ হয়ে গেছে কম্পানিটির আরো চারটি চ্যানেল-এমটিভি ৮০স, এমটিভি ৯০স, ক্লাব এমটিভি ও এমটিভি লাইভ। মজার ব্যাপার হলো, যে গান দিয়ে এমটিভি মিউজিকের সম্প্রচার শুরু হয়েছিল, সে গান দিয়েই শেষ হয়েছে।
বিবিসির সাংবাদিক জেনো রিডের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে চ্যানেলটিতে সর্বশেষ প্রচারিত গান ‘ভিডিও কিলড দ্য রেডিও স্টার’।
এটি শুধুই একটি গান নয়; বরং যুগ পরিবর্তনের এক কালজয়ী সাক্ষী। প্রযুক্তির প্রভাবে রেডিও থেকে টিভির দাপট বাড়ে। সে সময় রেডিওর শিল্পীরা ক্রমে আবেদন হারিয়ে ফেলেন। আর টিভি হয়ে যায় প্রধান মাধ্যম।
সময়ের কী পরিহাস, সেই টিভিও এখন অবস্থান হারিয়েছে। এমন পরিস্থিতিতে ‘ভিডিও কিলড দ্য রেডিও স্টার’-এর চেয়ে মোক্ষম গান আর কী হতে পারে!
প্রসঙ্গত, পাঁচটি চ্যানেল বন্ধ হলেও মূল চ্যানেল হিসেবে এমটিভি এইচডির সম্প্রচার অব্যাহত রয়েছে। এখানে মিউজিক ভিডিওর বদলে বিভিন্ন রিয়েলিটি শো প্রচারিত হয়।
পিআর/টিকে