যশোরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে আজ সোমবার তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
তুহিন ওই ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, চেয়ারম্যান তুহিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ছাড়া বর্তমানে আওয়ামী লীগের হয়ে নানা নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, তুহিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পিএ/টিকে