সম্পর্ক নয় আগে জীবন এই বার্তাই দিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী
মোজো ডেস্ক 12:37PM, Jan 05, 2026
অভিনেতা সায়ক চক্রবর্তী সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে সম্পর্ক ও আত্মমর্যাদা নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, নিজের জীবনের ঊর্ধ্বে ভালোবাসা বা কোনো সম্পর্কের গুরুত্ব দেওয়া উচিত নয়। আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, তবেই অন্য কাউকে ভালো রাখা সম্ভব।
সায়কের এই বক্তব্য বর্তমান সময়ের সম্পর্ককেন্দ্রিক টানাপোড়েনের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, প্রেম বা সম্পর্কের নামে আত্মসম্মান বিসর্জন দেওয়ার যে প্রবণতা সমাজে বাড়ছে, তার বিপরীতে এই বক্তব্য এক ধরনের সতর্কবার্তা। নিজের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত জায়গাকে অগ্রাধিকার দেওয়ার কথাই যেন মনে করিয়ে দিলেন অভিনেতা।
বিনোদন জগতের তারকারা যখন ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকেন, তখন সায়ক চক্রবর্তীর মতো প্রকাশ্য বক্তব্য অনেক তরুণের কাছে অনুপ্রেরণা হয়ে উঠছে। সামাজিক মাধ্যমে তার এই মন্তব্যে সমর্থন জানিয়ে বহু ভক্ত লিখেছেন, সম্পর্ক টিকিয়ে রাখার আগে নিজেকে বাঁচিয়ে রাখাই সবচেয়ে জরুরি।