ভারতের পক্ষ থেকে দেওয়া রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির অনলাইন সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন প্রস্তাব মানতে নারাজ বিসিবি।
ভারত থেকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা থাকলেও এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। রাজনৈতিক কারণে প্রতিবেশী দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে বর্তমানে যে দূরত্ব তৈরি হয়েছে, তা অচিরেই নিরসন না হলে ভবিষ্যতে এই সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। নিরাপত্তা ইস্যুর অজুহাত দিয়ে বিসিসিআই এমন অস্থিরতা তৈরি করেছে বলে মনে করে বাংলাদেশ। একই কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে বিসিবি, যেটিকে আইসিসিও যুক্তিযুক্ত বলে মনে করছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বড় ধরনের বেকায়দায় পড়েছে।
অন্যদিকে, বিসিবির এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজের মতো ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়া বিশ্ব ক্রিকেটের জন্যই লজ্জাজনক।
দলের বর্তমান পরিস্থিতি নিয়ে টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জানিয়েছেন, ভেন্যু পরিবর্তন হলেও দলের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না। পরিবর্তিত কন্ডিশনে মানিয়ে নিতে তারা প্রস্তুত। পেসার তানজিম সাকিবও একই সুরে বলেন, খেলা ভারত কিংবা শ্রীলঙ্কা যেখানেই হোক না কেন, যেকোনো কন্ডিশনে তারা সর্বোচ্চটা দিয়ে লড়তে প্রস্তুত আছেন।
আইকে/টিএ