আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর কয়েক সপ্তাহ আগে বড় চমক দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। দীর্ঘদিন পাকিস্তানের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের মূল ভরসা থাকা রিজওয়ানের বাদ পড়া ক্রিকেট বিশ্বে ইতোমধ্যেই তীব্র আলোচনা তৈরি করেছে।
এই স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সালমান আঘাকে।
দলে রয়েছেন তারকা ব্যাটার বাবর আজম এবং পেস আক্রমণের নেতা শাহীন আফ্রিদি।
দীর্ঘ সময় ধরে বাবর আজামের সঙ্গে ওপেনিংয়ে পাকিস্তানের রানভিত্তি গড়ে তুলেছিলেন রিজওয়ান। তবে পাওয়ারপ্লেতে ধীরগতির ব্যাটিং নিয়ে সমালোচনা ছিল নিয়মিত। রিজওয়ানকে বাদ দেওয়ার মাধ্যমে নির্বাচকরা স্পষ্ট বার্তা দিলেন, এবার আগ্রাসী ব্যাটিংই তাদের মূল দর্শন।
ওপেনিংয়ে সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান ও ফখর জামানের ওপর ভরসা রাখছে ম্যানেজমেন্ট। উইকেটকিপিংয়ের দায়িত্ব পেয়েছেন আক্রমণাত্মক ব্যাটার উসমান খাজা।
ব্যাটিংয়ে পরিবর্তন এলেও বোলিং আক্রমণে পাকিস্তান তাদের শক্ত ভিত ধরে রেখেছে। ভয়ংকর পেস ত্রয়ী- শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ- ফিট অবস্থায় দলে ফিরেছেন।তাদের সঙ্গে রয়েছেন তরুণ পেসার সালমান মির্জা।
স্পিন বিভাগে ইনজুরি কাটিয়ে ফিরেছেন শাদাব খান। পাশাপাশি আছেন মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ, ভিন্নধর্মী অ্যাকশনের উসমান তারিক। অলরাউন্ড ভারসাম্যে আছেন অভিজ্ঞ মোহাম্মদ নেওয়াজ ও ফাহিম আশরাফ।
আইসিসির নিয়ম অনুযায়ী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকবে, যেখানে আলাদা করে টেকনিক্যাল কমিটির অনুমতি লাগবে না।
পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড (টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬)
সালমান আলি আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, বাবর আজাম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, সালমান আলি মির্জা, আবরার আহমেদ ও উসমান তারিক।