দীর্ঘ আট বছর পর আবার এক ছবিতে কাজ করছেন জিৎ ও কাঞ্চন মল্লিক। বহুদিনের বন্ধুত্ব, একই সময়ে অভিনয়জীবনের শুরু আর একসঙ্গে কাটানো অগণিত শুটিংয়ের স্মৃতি ফিরে এল নতুন ছবির সেটে। সম্প্রতি শুটিংয়ের ফাঁকে সেই পুরনো দিনের গল্পই ভাগ করে নিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক।
জিৎ ও কাঞ্চনের অভিনয়জীবনের শুরু হয়েছিল একই ছবি ‘সাথী’ দিয়ে। সেই প্রথম ছবির পর একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সময়ের সঙ্গে দু’জনের জীবনই ব্যস্ত হয়ে উঠেছে, কাজের চাপে আলাদা হয়েছে পথ। তবু আট বছর পর আবার মুখোমুখি হয়ে যেন সময় থেমে গেল কয়েক মুহূর্তের জন্য।
কাঞ্চন জানান, শুটিং সেটে দেখা হতেই পুরনো আড্ডা শুরু হয়ে যায়। জিতের মেকআপ ভ্যানে বসে অনেকক্ষণ গল্প করেছেন তাঁরা। কথা হয়েছে পরিবার নিয়েও। জিতের ছেলে ও কাঞ্চনের মেয়ে বয়সে কাছাকাছি হওয়ায় দুই বাবার মধ্যে সন্তানদের নিয়েও বেশ আলোচনা হয়েছে। জিত নিজের ছেলের ছবি দেখিয়েছেন, শুনিয়েছেন তার গল্প।
পুরনো দিনের কথা মনে করে কাঞ্চন বলেন, আগে বহুবার শুটিং শেষ করে জিতের সঙ্গে একসঙ্গে ফিরেছেন। জিত নিজে তাঁকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেই দিনগুলোর স্মৃতি নতুন করে মনে পড়ে গেছে এই ছবির সেটে।
চলতি বছর মুক্তি পেতে চলা জিতের নতুন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিককে। পাশাপাশি তিনি সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবির শুটিং শুরু করবেন এবং নতুন ওয়েব সিরিজ়েও থাকছেন। তবে এই মুহূর্তে আট বছর পর জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতাই তাঁর কাছে সবচেয়ে আবেগঘন হয়ে উঠেছে।
পিআর/টিকে