বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের পরবর্তী সিনেমা ‘দ্য ব্যাটল অব গালওয়ান’। এ সিনেমায় তার নায়ক সুপারস্টার সালমান খান। আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিয়ে আপাতত ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে নিজের একটি বিশেষ আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
চিত্রাঙ্গদা জানান, প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয় করতে চান তিনি। বিষয়টি তার কাছে অত্যন্ত বিশেষ, কারণ অভিনয়জীবনের শুরু থেকেই অনেকে তাকে স্মিতা পাতিলের সঙ্গে তুলনা করে আসছেন। তার সঙ্গে স্মিতা পাতিলের মুখের গড়নের মিল রয়েছে—বছরের পর বছর ধরে এমন কথা শুনে আসছেন তিনি।
সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা জানান, বহুবার মানুষ তাকে জানিয়েছেন, তার চেহারা নাকি স্মিতা পাতিলের মতো। সেই সঙ্গে একটি মজার ও বিস্ময়কর ঘটনাও শেয়ার করেন তিনি।
চিত্রাঙ্গদা বলেন, “আমি পর্দায় স্মিতা জির চরিত্রে অভিনয় করতে চাই। এমন আর কাউকে নিয়ে আমাকে এতবার তুলনা করা হয়নি যতটা স্মিতা পাতিলের সঙ্গে করা হয়েছে। এমনকি স্মিতা জির ছেলে প্রতীকও আমাকে সেটা বলেছে। একবার মা দিবসে মায়ের ছবি ভেবে সে আমার ছবি পোস্ট করেছিল। একজন আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বলে, এটা তো স্মিতা জির ছবি মনে হচ্ছে না, এটা তো আপনি। ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত আর অবিশ্বাস্য লেগেছিল।”
তিনি আরও বলেন, ‘যদি কখনো তার চরিত্রে অভিনয়ের সুযোগ পাই, সেটা আমার জন্য সত্যিই অবিশ্বাস্য হবে। তার সঙ্গে আমার মিলগুলো মানুষ যখন দেখায়, তখন আমিও বুঝতে পারি। ভবিষ্যতে এমন কিছু হলে নিশ্চয়ই আবার কথা হবে।’
উল্লেখ্য, ১৯৮৬ সালে ১৩ ডিসেম্বর প্রয়াত হয়েছেন স্মিতা পাতিল। তিনি না থাকলেও ভারতীয় সিনেমার অন্যতম শ্রদ্ধেয় অভিনেত্রী হিসেবে স্মরণীয় হয়ে আছেন তিনি। ‘ভূমিকা’, ‘আর্থ’, ‘মান্থান’, ‘চক্র’, ‘মান্ডি’ ‘আজ কি আওয়াজ’, ‘মির্চ মশলা’, ‘অমৃত’, ‘নৃত্য নৃত্য’সহ একাধিক সিনেমায় তার শক্তিশালী অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসএন