সানি দেওল অভিনীত ‘বর্ডার ২’ ছবির মুক্তি ঘিরে সীমান্তপারের দেশ পাকিস্তানে উৎসাহ ও চমক ছড়িয়েছে। বছরের শুরুতে আসন্ন এই ছবির মুক্তি নিয়ে পাকিস্তানের অনুরাগীরা সরব হয়েছেন।
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম ‘বর্ডার’ ছবির ২৫ বছর পর প্রকাশিত হচ্ছে দ্বিতীয় অধ্যায়। ছবিতে সানি দেওল একই চরিত্রে মেজর কুলদীপ সিংহ হিসেবে দেখা যাবেন, পাশাপাশি নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন বরুণ ধওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও অহান শেট্টি।
পহেলগাঁও কাণ্ডের পর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ থাকলেও সীমান্তবর্তী দর্শকরা চোরাপথে ভারতীয় ছবি দেখেছেন। পাকিস্তানের এক নাগরিক সামাজিক মাধ্যমে সানি ও বরুণকে ট্যাগ করে ছবির মুক্তি চেয়েছিলেন। এই আবেদনকে বরুণ ধওয়ান প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি উল্লেখ করেছেন, ‘‘আমরা জানি পাকিস্তানে সানি স্যরের অনেক অনুরাগী আছেন।’’
‘বর্ডার ২’ ছবির গল্প রাজস্থানের সীমান্তবর্তী লঙ্গেওয়ালার দুই দেশের সম্মুখ সমরকে কেন্দ্র করে। মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে ২৩ জানুয়ারি। নির্মাতারা দাবি করেছেন, যুদ্ধভিত্তিক এই ছবিটি দেশের সবচেয়ে বড় মাপের ছবি হতে চলেছে। সানি দেওল এবং বরুণ ধওয়ানের নতুন সংযোজন ছবির উত্তেজনা আরও বাড়িয়েছে।
এমকে/এসএন