নিউ ইয়র্কে যাওয়ার আগে ভক্তদের জন্য রাজকীয় জন্মদিনের আয়োজন করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভক্তদের নিয়ে কেক কাটার পর পুরো সময় আনন্দ উল্লাসে মেতেছিলেন অভিনেত্রী। ভক্তদের প্রতি দীপিকার ভালোবাসার সে মুহূর্ত এখন নেটদুনিয়ায় ভাইরাল।
সোমবার (৫ জুানুয়ারি) চল্লিশে পা দিয়েছেন ‘মাস্তানি’ খ্যাত অভিনেত্রী দীপিকা। তবে এবারের জন্মদিনে নিজেকে নয়, ভক্তদের সামনে এনেছেন দীপিকা। চল্লিশতম জন্মদিন উদ্যাপনে সর্ব প্রথমে ভক্তদের প্রাধান্য দেন তিনি। যে কারণে গত ১৮ ডিসেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজন করেন ‘এ ডে অব গ্র্যাটিটিউড উইথ দীপিকা পাড়ুকোন’।
নায়িকার জন্মদিনের জমকালো অনুষ্ঠান ছিল শুধুমাত্র ভক্তদের জন্য। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা যেন তার এ জন্মদিনে অংশ নিতে পারেন তাই অর্ধশত অনুরাগীর বিমানের টিকিটের খরচ দেন দীপিকা। শুধু তাই নয়, বিমানবন্দর থেকে ভেন্যু, সব যাতায়াতের ব্যবস্থাও ছিল আগে থেকেই।
নায়িকার এমন রাজকীয় আয়োজনে ভক্তদের দিনটি ছিল স্বপ্নের মতো। কেননা ভক্তদের নিজের পরিবারের অংশ মনে করে দীপিকা ওই দিন প্রত্যেক ভক্তকে স্বাগত জানান নিজের হাতে লেখা চিঠি দিয়ে। সঙ্গে ছিল ব্যক্তিগতভাবে সাজানো দামী উপহারও।
ইন্দো-ওয়েস্টার্ন থিমে সাজানো মেন্যুতে ছিল ককটেল থেকে শুরু করে দক্ষিণী, মোগলাই ও উত্তর ভারতীয় নানা পদ। অনুরাগীদের ঘিরেই কাটা হয় বিশাল ত্রিস্তরীয় চকোলেট কেক। বার্গেন্ডি রংয়ের ওই কেকের সঙ্গে মিলিয়ে নিজেও একই রংয়ের পোশাক পরেছিলেন দীপিকা।
ভক্তদের নিয়ে কেক কাটার পর হাসি-আড্ডা, গল্প, সেলফি আর গান সব মিলিয়ে জন্মদিনের সেই মুহূর্ত হয়ে ওঠে আবেগী। ভক্তরা নায়িকাকে উদ্দেশ করে গেয়ে ওঠেন ‘ওম শান্তি ওম’-এর ‘আঁখোঁ মে তেরি’ গান।
বড়দিন ও নববর্ষে রণবীর সিংয়ের সঙ্গে বিদেশ সফরের ব্যস্ততার মাঝেও সময় বের করে নেয়াকে জন্মদিনের সবচেয়ে বড় বার্তা বলে মনে করছেন ভক্তরা। ভক্তদের প্রতি নায়িকার এমন ভালোবাসা আর কৃতজ্ঞতায় মুগ্ধ নেটিজেনরাও।
আইকে/টিএ