একে কারুরের পদপিষ্টকাণ্ডে থলপতি বিজয়কে তলব করেছে সিবিআই। উপরন্তু ‘গোদের উপর বিষফোঁড়া’র মতো জীবনের শেষ সিনেমা ‘জন নয়াগন’-এর জন্য সেন্সরের গেরোয় পড়তে হয়েছে তাঁকে। সেন্সরের ছাড়পত্র পাওয়ার জন্য নিত্যদিন দৌড়েও লাভ হচ্ছে না। ফলত, খানিক হলেও দক্ষিণী সুপারস্টারের তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যঘাত ঘটেছে! সবমিলিয়ে অভিশপ্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নেতা-অভিনেতা। তবে কারুরকাণ্ডের জেরে রাজনীতির ময়দানে বিজয়ের ‘মুখ পুড়লেও’ তাঁর স্টারডমে কিন্তু বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। তার প্রমাণ ‘জন নয়াগন’-এর টিকিটের গগনচুম্বী দাম।
আগামী ৯ জানুয়ারি থলপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’-এর রিলিজ করার কথা। তবে খবর, মুক্তির ৪৮ ঘণ্টা আগেও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি এই সিনেমা। যার জন্যে মাদ্রাজ হাইকোর্টের কাছে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন খোদ বিজয়। এমন আবহেই আবার অগ্রিম বুকিংয়ে ঝড় তুলে দিয়েছে ‘জন নয়াগন’। এককথায় বিতর্কের পালে থলপতি বিজয়ের ‘গুটি লাল’! কারণ তাঁর শেষ সিনেমার টিকিট বিকোচ্ছে কোথাও ৫ হাজারে আবার কোথাও বা আড়াই হাজার টাকায়।
আসলে সিনেদুনিয়া থেকে বাণপ্রস্থ ঘোষণার পরই বড়পর্দায় দক্ষিণী তারকার শেষ ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। আর সেই জন্যেই ‘জন নয়াগন’-এর চড়া দামের টিকিটও বিক্রি হচ্ছে হু-হু করে। এমন আবহে আবার, টিকিটের কালোবাজারির অভিযোগও উঠেছে।
শোনা যাচ্ছে, থলপতি বিজয়কে শেষবারের মতো বড়পর্দায় দেখার জন্য অবিশ্বাস্য হারে টিকিট বিক্রি হচ্ছে তামিলনাড়ুতে। প্রেক্ষাগৃহেও স্লট বাড়ানোর দাবি তুলেছেন সিনেপ্রেমীরা। বিভিন্ন সূত্র মারফৎ খবর, রোহিনি সিলভারস্ক্রিন প্রেক্ষাগৃহে মোটা অঙ্কের বিনিময়ে টিকিটের কালোবাজারি চলছে। ক্রোমপেটের ভেট্রি থিয়েটারও পিছিয়ে নেই, সেখানে টিকিট প্রতি দাম রাখা হয়েছে ৪ হাজার টাকা। অন্যদিকে তামিলনাড়ুর কমলা সিনেমা এবং কাশী থিয়েটারে যথাক্রমে ৩,৫০০ এবং ৩,০০০ টাকায় ‘জন নয়াগন’-এর টিকিট বিক্রি হচ্ছে।
তামিল সিনেইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৩ দশক রাজত্ব করেছেন বিজয়। নিজস্ব অভিনয়গুণেই দর্শক-অনুরাগীদের মনের ‘থলপতি’ হয়ে উঠেছিলেন তিনি। আমজনতার নাড়িস্পন্দন বুঝে সিনেপর্দায় সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠতে একাধিকবার দেখা গিয়েছে তাঁকে। তবে ‘জননায়ক’ হয়ে উঠতে সম্প্রতি সেই অভিনয় জীবনে ইতি টানার ঘোষণা করেন থলপতি বিজয়। চোখে জল নিয়ে সিনেমাকে ‘আলবিদা’ জানানো দক্ষিণী সুপারস্টারের ‘পাখির চোখ’ এখন তামিলনাডু় নির্বাচনে। তার প্রাক্কালেই ‘জন নয়াগন’-এর রিলিজ নিয়ে সংশ্লিষ্ট রাজ্যে ঝড়।
এসকে/টিএ